‘জঘন্য পাপ’, রামপুরহাট কাণ্ডে এবার মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : গত সোমবার বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বগটুই গ্রামে বোমার আঘাতে খুন হন বরশাল গ্রামের উপপ্রধান ভাদু শেখ। তার খুন হওয়ার পরেই এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। যে ঘটনায় সরকারিভাবে মৃত্যু হয় আটজনের। বুধবার এই এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধিদল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় ফরেনসিক, এনআইএ এবং সিবিআই তদন্তের দাবি করেন। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করেছে রাজ্যের কাছে। তবে এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার বিকেলে ভার্চুয়ালি ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে নিয়ে বলেন, “পশ্চিমবঙ্গের বীরভূমে যে হিংসা ঘটনা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করছি, সমবেদনা প্রকাশ করছি।” পাশাপাশি তিনি এই ঘটনাকে ‘জঘন্য পাপ’ বলে আখ্যা দেন।

এর সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমি আশা করছি বাংলার মহান জমিতে এমন জঘন্য পাপ যারা করেছেন তাদের অবশ্যই সাজা দেবে রাজ্য সরকার। আমি বাংলার মানুষদের কাছে অনুরোধ করবো যারা এমন জঘন্য কাজ করেছেন, যারা এই রকম জঘন্য কাজের জন্য উস্কানি দিয়েছেন তাদের যেন কোনদিন ক্ষমা না করেন।”

অন্যদিকে দোষীদের শাস্তি দেওয়ার জন্য রাজ্য সরকারকে কেন্দ্র সরকার সমস্ত রকম সাহায্য করবে বলেও দাবি করেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যকে আমরা আশ্বস্ত করছি অপরাধীদের দ্রুত থেকে দ্রুত সাজা দেওয়ার জন্য যে ধরনের সাহায্য চাইবে আমরা সেই সাহায্যের হাত বাড়িয়ে দেব।”