নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেশের গর্ব হয়ে দাঁড়িয়ে থাকা শতবর্ষে পা দিচ্ছে। আর এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তিনি বুধবার রাতেই টুইট করে দেশবাসীদের জানান। আর এই উদযাপন অনুষ্ঠানে তিনি তাঁর মূল্যবান বক্তব্য তুলে ধরছেন ভার্চুয়ালি।
In a short while from now, at 11 AM, PM @narendramodi will speak at the iconic #VisvaBharati University, Santiniketan, West Bengal. pic.twitter.com/BeJ1fowlhX
— PMO India (@PMOIndia) December 24, 2020
অন্যদিকে বিশ্বভারতীর শতবর্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিগুরুর একটি উক্তিকে তুলে ধরে টুইট করেছেন এদিন সকালেই।
"বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো"
Visva Bharati University turns 100. This temple of learning was Rabindranath Tagore’s greatest experiment on creating the ideal human being. We must preserve the vision and philosophy of this great visionary
— Mamata Banerjee (@MamataOfficial) December 24, 2020
বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডঃ রমেশ পোখরিয়াল নিশঙ্কও সকালেই টুইট করে অভিবাদন জানিয়েছেন।
Hon'ble PM Shri @narendramodi ji attending the 100th Foundation day celebration of Visva-Bharati University. @EduMinOfIndia @SanjayDhotreMP @PIB_India @MIB_India @DDNewslive https://t.co/jMRNRVQFPw
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) December 24, 2020
আজ অর্থাৎ ৮ই পৌষ বিশ্বভারতীর জন্য খুব আনন্দের দিন হলেও চলতি বছর এই আনন্দে ভাটা টেনেছে করোনা। কারণ বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের বর্ষেই করোনা প্রকোপে বন্ধ রাখতে হয়েছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী মেলা পৌষমেলা।
তবে মেলা বন্ধ থাকলেও রীতি মেনে পালিত হচ্ছে পৌষ উৎসব। পাশাপাশি চলতি বছর বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন উপলক্ষে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যান্য বিশিষ্টজনের আমন্ত্রণ জানানো হয়। তবে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষবার ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে দেখা গিয়েছিল।
প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের ২৩ ডিসেম্বর (৮ই পৌষ) বোলপুরে স্থাপন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাচীন ভারতের আশ্রম শিক্ষার ভাবনায় এই বিশ্ববিদ্যালয় গড়েছিলেন কবিগুরু। প্রকৃতির ছাদের তলায় অর্থাৎ গাছের তলায় শিক্ষালাভ বিশ্বভারতীর আলাদা ঐতিহ্য। আর এই ঐতিহ্য এখনো বজায় রয়েছে। বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেন আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন।