নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই অর্থাৎ গত বছর থেকেই কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ করার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প চালু করা হয়েছিল।
তবে প্রথম ঢেউ ভালই ভালই সামলে ফেললেও দ্বিতীয় ঢেউ এসে পড়তেই ফের একই পরিস্থিতি ফুটে উঠতে শুরু করে। আর এমত অবস্থায় যাতে দেশের কেউ খালি পেটে না থাকেন তার জন্য এই বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের মেয়াদ আরও বাড়ানোর পদক্ষেপ নেওয়া হলো।
জাতির উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বলেন, আগামী নভেম্বর মাস পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে এই রেশন দেওয়ার ব্যবস্থা জারি রাখা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ঘোষণার পরেই ওয়াকিবহাল মহল মনে করছেন, এই ঘোষণা দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলির মধ্যে কিছুটা হলেও অক্সিজেন জোগালো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন আরও বলেন, “দেশের কোন মানুষ খালি পেটে থাকবে না। এই প্রকল্পের আওতায় প্রতিটি নাগরিককে ৫ কেজি করে চাল অথবা গম এবং এবং পরিবার পিছু এক কেজি করে ছোলা দেওয়া হবে। এই বরাদ্দ আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতি মাসের জন্য থাকবে।”
Govt has decided to extend Pradhan Mantri Garib Kalyan Anna Yojana till Diwali. 80 crore poor will be provided free ration, under the scheme: PM Modi pic.twitter.com/PQhgCFSCV2
— ANI (@ANI) June 7, 2021
অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের স্বতঃস্ফূর্ততায় কিছুটা হলেও স্বস্তি মিলছে নাগরিকদের।