নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আমেরিকা সফর শেষ করে ফিরলেন দেশে। তবে তাকে খালি হাতে ফিরতে দেখা গেল না। বরং আমেরিকা থেকে ১৫৭টি পুরাকীর্তি মূর্তি নিয়ে ফিরলেন তিনি। এই সকল পুরাকীর্তি মূর্তি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের উদ্যোগে ভারতের হাতে তুলে দেওয়া হয়।
এই সকল পুরাকীর্তির মূর্তি বিভিন্ন সময় ভারত থেকে চুরি অথবা অবৈধ ব্যবসার মধ্য দিয়ে পাচার হয়েছে আমেরিকায়। এই সকল ঐতিহ্যবাহী পুরাকীর্তি মূর্তি ভারতের হাতে তুলে দেওয়ার পাশাপাশি দুই দেশের রাষ্ট্রপ্রধান এমন ব্যবসা রুখে দেওয়ার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করবে বলেও জানিয়েছেন।
ভারতের হাতে তুলে দেওয়া এই ১৫৭টি পুরাকীর্তির মূর্তির তালিকায় রয়েছে দশম শতাব্দীর বেলেপাথরের রেভান্তার দেড় মিটার বেস রিলিফ প্যানেল, দ্বাদশ শতাব্দীর ৮.৫ সেন্টিমিটার লম্বা, সূক্ষ্ম ব্রোঞ্জ নটরাজ, ২০০০ খ্রীষ্টপূর্বাব্দের তামার নৃতাত্ত্বিক বস্তু, দ্বিতীয় শতকের পোড়ামাটির ফুলদানি, ৭১টি বিভিন্ন সাংস্কৃতিক শিল্প নিদর্শন, ৬০টি হিন্দু মূর্তি, ১৬টি বৌদ্ধ মূর্তি এবং ৯টি জৈন মূর্তি ইত্যাদি।
সূত্র মারফত জানা যাচ্ছে এই সকল ঐতিহাসিক নিদর্শন যেগুলি মোদির হাত দিয়ে দেশে ফিরে এলো সেগুলির বেশিরভাগই একাদশ শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী সময়কালে পুরাকীর্তির নিদর্শন। তবে কিছু ২০০০ খ্রীষ্টপূর্বাব্দের পুরাকীর্তিও রয়েছে। যে সকল মূর্তি ফেরত এসেছে তার মধ্যে কোনটির ধাতব, কোনটি আবার পাথর, কোনটি আবার পোড়ামাটির তৈরি। ৫৬টি পোড়ামাটির নিদর্শন রয়েছে এই তালিকায়।
ব্রোঞ্জের শিল্প নিদর্শনের মধ্যে যা ফেরত এসেছে সেগুলি লক্ষ্মী নারায়ণ, বুদ্ধ, বিষ্ণু, শিব পার্বতী, ২৪ জন জৈন তীর্থঙ্করের মূর্তি। এছাড়াও ফিরে এসেছে কঙ্কালমূর্তি ব্রাহ্মী, তিন মাথার ব্রহ্মা মূর্তি এবং নন্দিকেশার মূর্তি। অন্যদিকে বেশ কয়েকটি দেবতা ও ব্যক্তিদের সুসজ্জিত মূর্তি ফেরত এসেছে যেগুলি নামহীন।
মোদির হাত দিয়ে আমেরিকা থেকে ফিরে আসা এই সকল পুরাকীর্তি মূর্তির তাৎপর্য অপরিসীম।