India Economy: ‘চিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলবই’, অর্থনীতিতে এই জায়গায় পৌঁছানোর গ্যারান্টি দিলেন মোদি

নিজস্ব প্রতিবেদন : বিশ্ব অর্থনীতিতে দিন দিন ধাপ পেরোচ্ছে ভারত (India Economy)। গত কয়েক বছরে ভারত অন্ততপক্ষে ছয় ধাপ লাফ দিয়েছে বিশ্ব অর্থনীতিতে। ভারতের এমন বিশ্ব অর্থনীতিতে লাফ দেওয়ার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়ি ভারতীয় অর্থনীতি পৌঁছে যাবে বড়সড় জায়গায়। শুধু মনে করা হচ্ছে না, অর্থনীতিবিদদের তরফ থেকে এমন অনুমান করা হচ্ছে এবং এই রকমই একটি গ্যারান্টি দিতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)।

ভারতীয় অর্থনীতিকে বিশ্বের বড়সড় একজায়গায় পৌঁছে দেওয়ার এমন গ্যারান্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছেন লোকসভা নির্বাচনের আগে। মোদির সেই গ্যারান্টিতে রাতের ঘুম উড়ছে চিনের, কেননা ভারত এমন সফলতা অর্জন করতে পারলেই তারা চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। এছাড়াও গত কয়েক বছরে ভারতীয় অর্থনীতিতে যে পরিবর্তন এসেছে তা সত্যিই বৈপ্লবিক পরিবর্তন। সেই পরিবর্তন ভারতীয়দের আসার আলো যোগাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য।

ভারত ১০ বছর আগে বিশ্ব অর্থনীতিতে ১১ নম্বর জায়গায় ছিল। কিন্তু এই ১০ বছরের মধ্যেই এত বড় পরিবর্তন খুব কম দেশের ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছে। ১০ বছরের মধ্যেই ভারত বিশ্ব অর্থনীতিতে ৬ ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি গ্যারান্টি দিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়ে দাঁড়াবে। এই তালিকায় আমেরিকা এবং চীনের পরেই ভারত নিজেদের জায়গা করে নেবে।

আরও পড়ুন 👉 Economic Recession in China: বাঘের হুংকার বদলে গেল মিউ মিউতে! চিনা অর্থনীতির হাল এখন আর সেই রমরমা রইল না

ভারতীয় অর্থনীতি আগে ছিল কেবলমাত্র পরিষেবা মূলক। কিন্তু গত কয়েক বছরে ভারতীয় অর্থনীতিতে এসেছে আমূল পরিবর্তন এবং সেই আমূল পরিবর্তনের ফলে এখন ভারতীয় অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে উৎপাদনমূলক। বিশ্বের বহু দেশ এখন ভারতে বিনিয়োগ করছে। বিশ্বের বহু দেশ এখন ভারতকে উৎপাদনের নতুন ক্ষেত্র হিসাবে বিবেচনা করছে। এসবের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে বাড়ছে কর্মসংস্থান, বাড়ছে জিডিপি (GDP)। এইসব বৃদ্ধি ভারতকে অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের তৃতীয় স্থানে পৌঁছে দেওয়ার পথ প্রশস্ত করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যারান্টি দিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যে ভারত বিশ্ব অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি এবং অন্যান্য ইউরোপের দেশগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে। এই মুহূর্তে ভারতের অর্থনীতি বিশ্বে পঞ্চম স্থানে থাকার ফলে ভারতের আগে রয়েছে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি এবং জাপান। আগামী দিনে জার্মানি এবং জাপানকে টপকে ভারত তৃতীয় স্থানে চলে আসবে বলেই গ্যারান্টি দিচ্ছেন মোদি।