নিজস্ব প্রতিবেদন : বাজপেয়ী আমল থেকে সাংসদদের জন্য একটি রীতি চালু হয়। যে রীতি অনুসারে প্রতিবছর স্বেচ্ছায় নিজেদের সম্পত্তি এবং ধারের খতিয়ান প্রকাশ করে থাকেন সাংসদরা। সেইমতো চলতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অন্যান্যরা সম্প্রতি নিজেদের সম্পত্তির হিসাব পেশ করেছেন। আর এই হিসাবের খতিয়ান প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর অফিস (PMO)।
যে হিসাব থেকে দেখা গিয়েছে গত ১৫ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তি বেড়েছে ৩৬.৫৩ লাখ টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি যে খতিয়ান পেশ করেছেন তাতে তিনি জানিয়েছেন তার অধিকাংশ টাকায় রয়েছে ব্যাঙ্কে। এছাড়াও রয়েছে কিছু LIC এবং NSC। আর এই সমস্ত হিসেব ১২ই অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বেচ্ছায় জমা দিয়েছেন।
হিসাব অনুযায়ী দেখা গিয়েছে গত ৩০ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোট সম্পত্তির পরিমাণ ২.৮৫ কোটি টাকা। আর এই সম্পত্তি গত বছর ছিল ২.৪৯ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় বর্তমান বছরে তার সম্পত্তি বেড়েছে ৩৬.৫৩ লাখ টাকা। জুন মাসের শেষ পর্যন্ত তার হাতে নগদ ছিল ৩১৪৫০ টাকা।
কোথায় কোন খাতে কত টাকা রয়েছে?
৩০শে জুন পর্যন্ত হাতে নগদ ৩১৪৫০ টাকা থাকা ছাড়াও গান্ধিনগরের NSC ব্রাঞ্চের SBI অ্যাকাউন্টে রয়েছে ৩৩৮১৭৮ টাকা। পাশাপাশি ব্যাঙ্ক FD ও MOD-তে রয়েছে ১৬০২৮৯৩৯ টাকা। NSC সার্টিফিকেট রয়েছে ৮৪৩১২৪ টাকার। ১৫০৯৫৭ টাকার LIC রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অন্যদিকে প্রধানমন্ত্রীর স্থাবর সম্পত্তি পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।