আপনার পঞ্চায়েতের সরকারি কাজকর্ম থেকে সবকিছু জানুন নয়া অ্যাপে, রইলো খুঁটিনাটি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পঞ্চায়েতীরাজ দিবসে দেশের অসংখ্য পঞ্চায়েত প্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন। পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমরও। চালু হল দুটি নতুন প্রকল্প। ‘ই-গ্রাম স্বরাজ’ নামের অ্যাপ উদ্বোধন মোদির। পঞ্চায়েতের কাজে সহজে করা যাবে অ্যাপের মাধ্যমে।

Advertisements

Advertisements

কি কি সুবিধা থাকছে এই অ্যাপে

Advertisements

এই অ্যাপটি আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। অথবা সরাসরি ডাউনলোড করার জন্য ক্লিক করুন https://play.google.com/store/apps/details?id=nic.in.unified লিঙ্কে।অ্যাপটি ডাউনলোড করার পর আপনার পঞ্চায়েত এলাকা বেছে নেওয়ার জন্য প্রথমেই আপনাকে বেছে নিতে হবে আপনার রাজ্য। এরপর আপনার জেলা, তারপর আপনার পঞ্চায়েত সমিতি, তারপর আপনার পঞ্চায়েত।

এই প্রক্রিয়াগুলি হয়ে যাওয়ার পর আপনি এই অ্যাপের মাধ্যমে আপনার এলাকার পঞ্চায়েত প্রধান ও অন্যান্য পঞ্চায়েত সদস্যদের বিস্তারিত বিবরণ দেখতে পাবেন।

পাশাপাশি দেখতে পাবেন আপনার পঞ্চায়েত এলাকায় সরকারিভাবে বিভিন্ন কাজকর্মের বিস্তারিত বিবরণ। অর্থাৎ পঞ্চায়েতে না গিয়ে বাড়িতে বসেই আপনি জানতে পারবেন আপনার এলাকায় কোথায় কি কাজ হচ্ছে।

এছাড়াও জানা যাবে সমস্ত রকম অর্থনৈতিক বিষয় সম্পর্কিত তথ্য, কাজের খতিয়ান ইত্যাদি।

পাশাপাশি পাওয়া যাবে যে কোন ব্যক্তির মৃত্যু বিবরণ, সম্পত্তির বিবরণ। নিমেষের মধ্যে এই মোবাইল অ্যাপে পাওয়া যাবে আপনার পঞ্চায়েতে যে কোনো আর্থিকবর্ষে আসা টাকার পরিমাণ ও তার খরচ।

মোটের উপর পঞ্চায়েত ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্দেশ্যেই এই অ্যাপ নিয়ে এসেছে কেন্দ্র সরকার। এছাড়াও পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে অর্থ তছরুপের সন্দেহ হলে আপনি বাড়িতে বসেই জেনে নিতে পারবেন আপনার এলাকায় যে কাজ হচ্ছে সেই কাজের জন্য সরকারের তরফ থেকে কত টাকা দেওয়া হয়েছে এবং তার কত টাকা খরচ করা হলো।

Advertisements