কম দামে মিলবে সার, দেশে চালু হল ‘এক দেশ, এক সার’

Antara Nag

Published on:

Advertisements

সম্প্রতি কৃষকদের জন্য এক নতুন যোজনা শুরু করতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই যোজনার নামকরণ করলেন প্রধানমন্ত্রী ভারতীয় জনউর্বরক পরিযোজনা বা ‘পিএমবিজেপি’। এই যোজনার মাধ্যমে কৃষকরা পাবেন ভর্তুকিযুক্ত ভালো সার। ১৭ অক্টোবর নয়া দিল্লিতে পিএম কিষান সম্মেলন ২০২২-এ এই নতুন যোজনার সূচনা করলেন নরেন্দ্র মোদি। এছাড়া এই সম্মেলনের মঞ্চ থেকে মোদি ভারতীয় কৃষকদের ভারতীয় সম্মাননিধি যোজনার ১২ তম কিস্তির টাকাও পাঠিয়েছেন বলে জানা যায়।

Advertisements

এও জানা গিয়েছে, তিনি ‘এক দেশ এক পতাকা’, ‘এক দেশ এক নির্বাচন’-এর মতো কৃষাণ সম্মাননিধি যোজনার ক্ষেত্রেও ‘এক দেশ এক সার’ যোজনার সূচনা করলেন এই মঞ্চ থেকে। কেন্দ্র সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন এবার থেকে ভারতে ‘এক দেশ এক সার’এর অধীনে সমস্ত সার সংস্থাগুলি ‘ভারত’ নামে একটিই ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে। এর ফলে কৃষকরা ভালো সার পাবেন।

Advertisements

জানা গিয়েছে, এই ভর্তুকিযুক্ত নতুন যোজনা ‘ভারত’ ব্র্যান্ডের সমস্ত সারের বস্তায় থাকবে ‘পিএমবিজেপি’-র লোগো। এছাড়া তিনি এই সার সম্পর্কে সেদিন মঞ্চে এও বলেছেন যে, “বর্তমানে সারের উৎপাদন প্রযুক্তি ও গুণমানে বড় পরবির্তন এসেছে। এই যোজনার অধীনে বাড়বে কৃষি-পণ্যের উৎপাদন। শস্য নিয়ে বিভিন্ন সমস্যার সমাধানও হবে খুব সহজে।” সূত্র মারফত জানা গেছে, গত আগস্ট মাসে রাসায়নিক সার মন্ত্রকের তরফ থেকে এই ‘এক দেশ এক সার’-এর নির্দেশিকা জারি করা হয়েছিল।

Advertisements

সেই ‘এক দেশ এক সার’-এর নতুন প্রকল্পেরই সূচনা করলেন নয়া দিল্লি থেকে নরেন্দ্র মোদি। এছাড়া ২০১৪ সালের আগে ইউরিয়া সারের কারখানা সম্পর্কে কৃষক ভাই-বোনেদের মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সারের এই কালোবাজারি বন্ধ করেছি। আমরা কয়েক বছর ধরে বন্ধ হয়ে থাকা দেশের সবচেয়ে বড় ইউরিয়া কারখানা পুনরায় চালু করার জন্য পরিশ্রম করেছি।

এখন ইউরিয়া উৎপাদনে আত্মনির্ভরতার কারণে ভারত খুব দ্রুত প্রবাহী ন্যানো ইউরিয়ার দিকে এগোচ্ছে। কম খরচে অধিক উৎপাদনের মাধ্যম হল ন্যানো ইউরিয়া। এক বড়ি ইউরিয়ার কাজ এখন ন্যানো ইউরিয়ার ছোটো বোতলেই হয়ে যায়।”

Advertisements