চালু হলো উজ্জ্বলা ২.০, বিনামূল্যে গ্যাস কানেকশন, সাথে চারটি বাড়তি সুবিধা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর ফেব্রুয়ারি মাসে বাজেট চলাকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের দ্বিতীয় পর্যায় দ্রুত শুরু হবে দেশে। আর সেই ঘোষণা মতই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যোজনার দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মাহোবা জেলায়।

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দ্বিতীয় সংস্করণে নতুন করে এক কোটি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। অর্থাৎ কেন্দ্রের লক্ষ্য আগামী দিনে এক কোটি দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারকে বিনামূল্যে এই প্রকল্পের মাধ্যমে গ্যাস কানেকশন দেওয়া হবে। তবে এই বিশেষ উল্লেখযোগ্য দ্বিতীয় এই সংস্করণে রয়েছে বাড়তি চারটি সুবিধা।

১) এই প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন পাওয়ার জন্য আবেদনকারীদের এবার থেকে আর স্থায়ী ঠিকানার শংসাপত্র দিতে হবে না। কেবলমাত্র নিচের পরিচয়পত্র দিয়েই নেওয়া যাবে গ্যাস কানেকশন। মূলত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, “এখন থেকে আর আমাদের পরিযায়ী শ্রমিকদের ঠিকানার প্রমাণপত্রের জন্য এদিক-ওদিক ঘোরাফেরা করতে হবে না। সরকার আপনাদের সততাই পূর্ণ বিশ্বাস রাখে। কেবলমাত্র আপনাদের ঠিকানার সেল্ফ ডিক্লারেশন দিতে হবে। তাতেই আপনারা পেয়ে যাবেন এই গ্যাস কানেকশন।”

২) দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে এই গ্যাস কানেকশন দেওয়ার পাশাপাশি দেওয়া হচ্ছে বিনামূল্যে একটি হটপ্লেট।

৩) এই প্রকল্পের আওতায় বিনামূল্যে গ্যাস কানেকশন পাওয়ার পাশাপাশি প্রথমবার রিফিলও করে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

৪) প্রথম সংস্করণের তুলনায় উজ্জ্বলা যোজনা দ্বিতীয় সংস্করণ একেবারে সহজ-সরল করা হয়েছে। দ্বিতীয় এই সংস্করণে নামমাত্র কয়েকটি নথি দেখানোর সাথে সাথেই পাওয়া যাবে বিনামূল্যে এই প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন।