তৃণমূল কি ধাক্কা খেতে চলেছে! পিকে-র অডিও ফাঁস করে দাবি বিজেপির

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে একের পর এক অডিও ফাঁস হওয়ার ঘটনা সামনে আসছে। প্রথম দফা নির্বাচনের সময় খোদ হয়েছিল খোঁজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের অডিও। যার পরেই অডিও ফাঁস হয় বিজেপি নেতা মুকুল রায়ের। আর এবার চতুর্থ দফা নির্বাচনের দিন অডিও (অডিওর সত্যতা যাচাই করে নি BanglaXp) ফাঁস হলো তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের। শনিবার সকালে যে অডিও ফাঁস হয়েছে সেটি প্রশান্ত কিশোরের বলেই দাবি করা হয়েছে বিজেপির তরফে।

Advertisements

ফাঁস হওয়া অডিও টেপে কি রয়েছে? বিজেপির কেন্দ্রীয় আইটি সেলের প্রধান তথা রাজ্যের সহ-পর্যবেক্ষক অমিত মালবিয়া এই অডিও টেপটি সকলের সামনে এনেছেন। যেখানে দেখা যাচ্ছে ভোটের মরসুমে দিল্লির কয়েকজন সাংবাদিকদের সাথে কথা বলছেন এক ব্যক্তি। যে ব্যক্তি প্রশান্ত কিশোর বলে দাবি করা হয়েছে। সেই কথোপকথনে প্রশান্ত কিশোর দাবি করা ব্যক্তি বাংলার ভোট নিয়ে কতকগুলি বিষয় সহজে ব্যাখ্যা করছেন।

Advertisements

অডিও টেপে শোনা যাচ্ছে, “বাংলায় মোদির জনপ্রিয়তা রয়েছে। ভোট যদি হয়ে থাকে তাহলে মোদির নামেই হবে। বিজেপির যে ভোট ব্যাঙ্ক তৈরি হয়েছে তা মূলত মোদির জন্যই। যে কারণে তার জনসভায় লোক হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবেও আসছেন। বাংলায় থাকা ১ কোটি হিন্দি ভাষীর অধিকাংশই মোদির ভোটার। এছাড়াও ২৭% করে থাকা দলিত এবং তফসিলি জাতির ভোটও মোদির স্বপক্ষে।”

Advertisements

এরপর পাশাপাশি প্রশান্ত কিশোর দাবি করা ওই ব্যক্তির কণ্ঠে শোনা যাচ্ছে, ধর্মীয় মেরুকরণের পরিস্থিতি তৈরি হওয়ার ব্যাখ্যা। সেক্ষেত্রে তাকে বলতে শোনা যাচ্ছে, “সমস্যাটা হলো গত ২০ বছর ধরে সংখ্যালঘুদের তোষণের জন্য সবকিছু করা হয়েছে। যা আপনাকে স্বীকার করতেই হবে। বাংলার দিকে দেখুন। এখানকার রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ধারণা হল, যে দলকে মুসলিমরা ভোট দেবেন, তারা সরকার গড়বে। কংগ্রেস হোক, বাম হোক বা দিদি হোন, মুসলিম ভোট পাওয়ার দিকে নজর দিচ্ছেন। আর সেই কারণে প্রথমবার হিন্দুরা ভাবছেন যে, আমাদেরকেও কেউ জিজ্ঞাসা করছে। বিষয়টা এমন নয় যে পুরো সমাজই ভুল। কোথাও না কোথাও গিয়ে কয়েকটি বিষয়ের সদ্ব্যবহার করছে বিজেপি। আর সেই সুযোগটা কোনও না কোনওভাবে এসেছে সংখ্যালঘু রাজনীতির চূড়ান্ত অপব্যবহার থেকে।” আর এই অডিও টেপ ফাঁস হওয়ার পর প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূল ধাক্কা খেতে চলেছে?

[aaroporuntag]
অন্যদিকে এই অডিও টেপের বিষয়ে প্রশান্ত কিশোর সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “কথোপকথনের আংশিক অংশও প্রকাশের পরিবর্তে সম্পূর্ণ অংশ যেন প্রকাশ করা হয় তার আর্জি জানাচ্ছি।”

Advertisements