ফেসবুক, টুইটারের প্রোফাইল পিকচার বদলে দিতে বললেন মোদি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ৩১ জুলাই ছিল মাসের শেষ রবিবার। এই শেষ রবিবারে প্রতিবারের মতো ‘মন কি বাত’ নিয়ে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে নানান আবেদন রাখেন। ঠিক মত এতিমের এই ‘মন কি বাত’ অনুষ্ঠানেও তিনি দেশবাসীর কাছে একটি আবদার রাখলেন।

Advertisements

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আবদার করে দেশবাসীর কাছে বলেন, ২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অর্থাৎ ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যমে থাকা নিজেদের অ্যাকাউন্টের ডিপি অর্থাৎ প্রোফাইল পিকচার বদলে ফেলতে। এই কয়েকদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ একটি ছবি ব্যবহার করার আবেদন জানান।

Advertisements

আগামী ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কয়েকটি দিন প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার বদলে তেরঙ্গা প্রোফাইল পিকচার ব্যবহার করার আবেদন জানান। আগামী ১৫ আগস্ট দেশজুড়ে পালিত হবে ‘আজাদি কা অমৃত মহোৎসব’।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে জানান, “আগামী ২ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত সকল নাগরিক নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বদলে ফেলুন। বদলে ব্যবহার করুন তেরঙ্গা পতাকার ছবি।”

কেন সকলকে তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে তেরঙ্গা ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এর পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন, “২ অগাস্ট দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। জাতীয় পতাকার সঙ্গে বিশেষ যোগ রয়েছে। এই দিনেই জন্মেছিলেন পিংলি ভেঙ্কাইয়া। তিনিই জাতীয় পতাকার নকশা এঁকেছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই এই দিন থেকেই সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ডিপি হিসেবে ব্যবহার করুন তেরঙ্গার ছবি।”

Advertisements