৩টি স্বাস্থ্য প্রকল্প, ঘোষণা হতে পারে ১৫ আগস্ট, কি কি থাকছে এই প্রকল্পে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : স্বাস্থ্য ক্ষেত্রে বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের তরফ থেকে বড়সড়ো এই বদলের ঘোষণা হতে পারে আগামী ১৫ আগস্ট। ৭৫ বছর স্বাধীনতা এবং ৭৬ তম স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় দাঁড়িয়ে এই সকল ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisements

যদিও নতুন এই সকল প্রকল্পের নাম এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে দেশের স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসূচিকে এক ছাতার তলায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে এই প্রকল্পগুলির ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। স্বাস্থ্য ক্ষেত্রের নতুন প্রকল্পের পাশাপাশি পুরাতন যে সকল প্রকল্প রয়েছে সেগুলিকে এক ছাতার তলায় আনার লক্ষ্যেই এমন পদক্ষেপ।

Advertisements

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবং পিএম আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো অভিযান-এর মতো বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি এবার সামগ্রিক স্বাস্থ্য কর্মসূচির অন্তর্ভুক্ত হয়ে যাবে। এছাড়াও স্বাস্থ্য ক্ষেত্রে আরও দুটি নতুন প্রকল্প উদ্বোধন করা হবে বলেই জানা যাচ্ছে। নতুন দুটি প্রকল্প হল ‘হিল বাই ইন্ডিয়া’ (ভারতের দ্বারা রোগ নিরাময়) এবং ‘হিল ইন ইন্ডিয়া’ (ভারতে রোগ নিরাময়)।

Advertisements

নতুন এই দুটি প্রকল্পের মধ্যে হিল বাই ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ভারতীয় চিকিৎসকদের বিদেশে পাঠানো হবে। অন্যদিকে হিল ইন ইন্ডিয়া এই প্রকল্পের মাধ্যমে যাতে বিদেশ থেকে বেশি করে রোগীরা ভারতে চিকিৎসা করাতে আসেন তার দিকে নজর দেওয়া হবে। পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, বিশাখাপত্তনম, কোচি, আহমেদাবাদ, হায়দরাবাদ এবং গুয়াহাটি, দেশের এই ১০ টি বিমানবন্দরেই বিদেশি রোগীদের আনাগোনা সবথেকে বেশি।

এই সকল বিমানবন্দরগুলিতে দোভাষী অথবা বিশেষ ডেস্ক এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে নিয়মে আরও সরলীকরণ করা যায় সেই দিকে নজর দেওয়া হবে। এর পাশাপাশি ভারত সরকারের তরফ থেকে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, সার্ক এবং আরব উপসাগরীয় এলাকার মোট ৪৪টি দেশ চিহ্নিত করা হয়েছে। যে সকল দেশগুলি থেকে ভারতে আসেন সবথেকে বেশি রোগী।

Advertisements