বিকাল ৫ টায় নরেন্দ্র মোদির ভার্চুয়াল জনসভা, লিঙ্ক প্রকাশ বিজেপির

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখল করতে গেরুয়া শিবির কোমর বেঁধে নেমে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অন্যান্য কেন্দ্রীয় স্তরের নেতা নেত্রীরা ইতিমধ্যেই একাধিক জনসভা, রোড শো করে ফেলেছেন বাংলার বুকে। আগামী দিনে একাধিক কর্মসূচি ছিল এই কেন্দ্রীয় নেতাদের। তবে বাঁধ সাধে করোনার প্রকোপ। করোনার প্রকোপের কারণে স্বশরীরে সেই সকল সভা বাতিল করার পর এবার ডিজিটাল অর্থাৎ ভার্চুয়াল জনসভায় মনোযোগ দিলো গেরুয়া শিবির।

Advertisements

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বীরভূমের সিউড়ি বিধানসভা সহ আরও তিন জায়গায় জনসভা করার কথা ছিল। কিন্তু দেশের ভ’য়ঙ্কর করোনা পরিস্থিতির কারণে এদিন একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকার কারণে বাংলায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এই চারটি জনসভা বাতিল করা হয়। তবে জনসভা বাতিল হলেও বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে বিকাল পাঁচটার সময় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল জনসভা করবেন। ইতিমধ্যেই সেই ভার্চুয়াল জনসভার লিঙ্ক বাংলার আমজনতার ফোন নম্বরে পাঠাতে শুরু করেছে বিজেপি।

Advertisements

বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, “২৩ এপ্রিল নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের জনগণকে ডিজিটাল মাধ্যমে সম্বোধিত করবেন। মোদি জী-র লাইভ বক্তৃতা দেখতে এই লিঙ্কে ক্লিক করুন http://bit.ly/PMModiVirtualRally “।

Advertisements

প্রসঙ্গত, বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারক নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলির প্রচারে লাগাম টানতে নির্দেশ দেয়। তারপরেই বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত রকম রোড শো, বাইক অথবা সাইকেল র‍্যালি নিষিদ্ধ করে। জনসভার ক্ষেত্রেও সর্বাধিক ৫০০ জনের প্রবেশাধিকার থাকবে বলে জানানো হয়।

[aaroporuntag]
তবে নির্বাচন কমিশনের এই নির্দেশিকা প্রকাশ করার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার রাজনৈতিক সভা বাতিল করেন। অন্যদিকে গত সোমবারই বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল আগামী দিনে রাজ্যে যে সকল জনসভা হবে সেগুলিতে ৫০০ জনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে নির্বাচন কমিশনের নির্দেশিকার পরেই তড়িঘড়ি তৃণমূলের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাগুলি বাতিল করা হয়।

Advertisements