নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে প্রথম থেকেই জল্পনা চলছিল একাধিক বাঙালি মুখের সমাবেশ ঘটতে চলেছে। প্রথমদিকে দুজন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন বলে মনে করা হচ্ছিল। এই তালিকায় যাদের নাম উঠে আসছিল তারা হলেন দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামানিক এবং লকেট চ্যাটার্জির নাম। তবে সময় গড়াতেই প্রকাশ্যে এলো নতুন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা।
নতুন মন্ত্রিসভার পূর্ণাঙ্গতালিকা প্রকাশ্যে আসতেই ৪৩ জন মন্ত্রীর নাম সামনে এসেছে। যাদের মধ্যে চারজন বিজেপি বাঙালি সাংসদ রয়েছেন যারা কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন। তবে এর আগে বাংলার দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীকে ইস্তফা দিতে হয় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে।
নতুন মন্ত্রিসভায় যে ৪৩ জন মন্ত্রীর নাম সামনে এসেছে তারা হলেন, নারায়ন টাটু রানে, সর্বানন্দ সোনেওয়াল, ডঃ বীরেন্দ্র কুমার, জোতিরাদিত্য সিদ্ধিয়া, রামচন্দ্রপ্রসাদ সিং, অশ্বিনী বৈষ্ণব, পশুপতি কুমার পরশ, কিরণ রিজিজু, রাজকুমার সিং, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডোবিয়া, ভুপেন্দ্র যাদব, পুরুষোত্তম রুপালা, জি কিষান রেড্ডি, রাজকুমার সিং, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডব্য, ভুপেন্দ্র যাদব, পুরুষোত্তম রুপালা, জি কিষান রেড্ডি, অনুরাগ সিং ঠাকুর।
পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, সত্যপাল সিং বাঘেল, রাজীবচন্দ্র শেখর, শোভা করণদোলজে, ভানুপ্রতাপ সিং বর্মা, দর্শনা বিক্রম জার্দোশ, মীনাক্ষী লেখী, অন্নপূর্ণা দেবী, এ নারায়ণস্বামী, কৌশল কিশোর, অজয় ভাট, বি এল বর্মা, অজয় কুমার, দেবুসিন চৌহান, ভগবন্ত খুবা, কপিল মোরেশ্বর পাটিল, প্রতিমা ভৌমিক, ভগবত কিষাণরাও কারাড, রাজকুমার রঞ্জন সিং, ভারতী প্রবীণ পওয়ার, বিশ্বেশ্বর টুডু, মুঞ্জপারা মহেন্দ্রভাই এবং এল মুরুগান।
43 leaders to take oath today in the Union Cabinet expansion. Jyotiraditya Scindia, Pashupati Kumar Paras, Bhupender Yadav, Anupriya Patel, Shobha Karandlaje, Meenakshi Lekhi, Ajay Bhatt, Anurag Thakur to also take the oath. pic.twitter.com/pprtmDu4ko
— ANI (@ANI) July 7, 2021
অন্যদিকে বাঙালি যে চারজন বিজেপি সাংসদ মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন তাঁরা হলেন নিশীথ প্রামানিক, সুভাষ সরকার, জন বার্লা এবং শান্তনু ঠাকুর। সুতরাং পশ্চিমবঙ্গের চারজন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পড়লেও বাদ গেলেন পুরাতন দুজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। এখন দেখার বিষয় এই বাঙালি চারজন বিজেপি সাংসদ যারা কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন তাদের কারোর কপালে পূর্ণমন্ত্রীর শিকে ছিঁড়ছে কি না।