ঠিক যেন ভারতীয় সংস্কৃতি, মোদির পায়ে হাত দিয়ে প্রণাম পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাড়িতে অতিথি হিসাবে গুরুজনরা এলে বা গুরুজনদের দেখলে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করার সংস্কৃতি ভারতীয়দের কাছে প্রাচীন যুগ থেকেই চলে আসছে। তবে এবার এই একই ধারা দেখা গেল বিদেশের মাটিতেও। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পৌঁছাতেই তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন আরেক দেশের প্রধানমন্ত্রী।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর হিসেবে রবিবার তিনি পৌঁছান পাপুয়া নিউগিনিতে। সেখানে তাকে অভ্যর্থনা জানানোর জন্য পৌঁছান সে দেশের প্রধানমন্ত্রী জেমস মারাপে। এরপরই দুজনের মধ্যে উষ্ণ অভ্যর্থনা বিনিময়ের পাশাপাশি জেমস মারাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পায়ে হাত দিয়ে প্রণাম করেন।

Advertisements

বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পায়ে হাত দিয়ে প্রণামের এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে এক মুহূর্ত সময় নেয়নি। পাশাপাশি এমন ঘটনার পরিপ্রেক্ষিতে আলাদাভাবে নজর কেড়ে নিয়েছেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীও। অন্যদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, এই ভিডিওতেই স্পষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত কতটা অগ্রগতি পেয়েছে।

Advertisements

আরও পড়ুন : ৭২ বছরেও তরুণ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিটনেস ফান্ডা জানা আছে!

জাপানের হিরোশিমায় জি৭ শীর্ষক বৈঠক শেষ করার পর রাত দশটা নাগাদ নরেন্দ্র মোদী পৌঁছান পাপুয়া নিউগিনিতে। সেখানে পোর্ট মোরিসবিতে অবতরণ করার পরই সেই দেশের তরফ থেকে তাকে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয়। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উষ্ণ আলিঙ্গনের পর আচমকা পায়ে হাত দিয়ে প্রণাম করেন জেমস মারাপে।

আচমকা এইভাবে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন জেমস মারাপে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারেই বুঝতে পারেননি। স্বাভাবিকভাবেই তিনি অপ্রস্তুত হয়ে পড়েন এবং তাকে আটকানোর চেষ্টা করেন। তবে জেমস মারাপে থামেননি। এমন ঘটনার পর নরেন্দ্র মোদী জেমস মারাপের পিঠ চাপড়ে দেন। এরপর হাতে হাত রেখে শুরু হয় দুজনের কথাবার্তা।

Advertisements