১৮ লক্ষ পড়ুয়া হবে উপকৃত, এসে গেল PM SHRI, কীভাবে হবে আবেদন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন প্রকল্পের মনোনয়ন দেওয়া হয়েছে। নতুন এই প্রকল্প হল PM SHRI অর্থাৎ প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইসিং ইন্ডিয়া। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের জন্য অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে যে কাজ করা হবে তাতে ১৮ লক্ষ পড়ুয়া উপকৃত হবে। অবশ্য পড়ুয়াদের এই উপকৃত হওয়ার বিষয়টি নির্ভর করছে তাদের স্কুলের উপর।

Advertisements

এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র যে লক্ষ্যমাত্রা নিয়ে নামছে তা হল, দেশের ১৪,৫০০ টি স্কুলের মানোন্নয়ন ঘটানো। চলতি বছর প্রথম দফায় এই স্কুলগুলির মানোন্নয়ন করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। মানোন্নয়ন হলেই ১৮ লক্ষ পড়ুয়া এর সুবিধা পাবে এবং উপকৃত হবে তা নিয়ে কোন সংশয় নেই।

Advertisements

শিক্ষক দিবসের দিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নতুন এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। নতুন জাতীয় শিক্ষানীতির আওতায় এই প্রকল্পের মধ্য দিয়ে মডেল স্কুল গড়ে তোলার জন্য পিএম শ্রী প্রকল্পের চালু করা হচ্ছে। নতুন শিক্ষানীতির মাধ্যমে যে স্বপ্ন দেখা হয়েছে তা পূরণ করা হবে এই প্রকল্পের মধ্য দিয়ে। এই প্রকল্পের জন্য ২৭,৩৬০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এবং এর মধ্যে ১৮,১২৮ কোটি টাকা দেবে কেন্দ্র।

Advertisements

এই প্রকল্পের অনুমোদন দেওয়ার পর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ‘নয়া কর্মসূচির আওতায় কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল, স্থানীয় পুরসভা বা পঞ্চায়েত পরিচালিত ১৪,৫০০-র বেশি স্কুলের মানোন্নয়ন করা হবে। পিএম শ্রী স্কুলে ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির যাবতীয় বিষয়গুলি তুলে ধরা হবে। যা এলাকার বাকি স্কুলগুলির কাছে পথপ্রদর্শক হয়ে উঠবে।’

স্কুলের মানোন্নয়ন ঘটানোর জন্য স্কুলগুলিকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে হবে। বছরের চারবার অর্থাৎ প্রতি ত্রৈমাসিকে একবার এই অনলাইন পোর্টাল চালু করা হবে। প্রথম দু’বছর এই ভাবেই পোর্টাল চালু থাকবে। যে সকল স্কুল বেছে নেওয়া হবে সেই সকল স্কুলগুলিতে জল সংরক্ষণ, শক্তি সাশ্রয়কারী পরিকাঠামো, জৈব জীবনযাপনের ধরণের মতো বিষয় থাকবে এবং সেগুলিকে গ্রিন স্কুল হিসেবে গড়ে তোলা হবে।

Advertisements