নিজস্ব প্রতিবেদন : দীপাবলীর শুভ মুহূর্তে আগেই দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য একটি সুখবর দিল। এই সুখবর মূলত গ্রাহকদের ঋণের উপর সুদে। গ্রাহকদের এদিনের ব্যাঙ্কের এই ঘোষণার পর বাড়ি, গাড়ি, শিক্ষা অথবা ব্যক্তিগত ক্ষেত্রে নেওয়া ঋণের উপর সুদ কম গুনতে হবে।
বুধবার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে, ‘রেপো লিঙ্কড লেন্ডিং রেট ০.০৫ শতাংশ কমানো হচ্ছে। যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেটের সঙ্গে সম্পর্কিত সুদের হার।’ এরই পরিপ্রেক্ষিতে গ্রাহকদের এই সকল ক্ষেত্রে নেওয়া ঋণের উপর সুদের পরিমাণ কমছে।
এই ঘোষণার আগে ব্যাঙ্কের রেপো লিঙ্কড লেন্ডিং রেট ছিল ৬.৫৫ শতাংশ। এখন তা কমে দাঁড়িয়েছে ৬.৫ শতাংশ। তবে এই নতুন রেট কার্যকর হবে আগামী সোমবার অর্থাৎ ৮ নভেম্বর থেকে। তবে এই রেপো লিঙ্কড লেন্ডিং রেট এই প্রথম নয়, সেপ্টেম্বর মাসে কমিয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সেই সময় তারা রেট কমিয়ে করে ৬.৮ শতাংশ থেকে কমিয়ে ৬.৫৫ শতাংশ।
সেপ্টেম্বর মাসের পর নভেম্বর মাসে নতুন করে ব্যাঙ্কের রেপো লিঙ্কড লেন্ডিং রেট কমার কারণে বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে লাভবান হবেন ব্যাঙ্কের গ্রাহকরা। কমে যাবে ব্যাঙ্কের বাড়ি, গাড়ি, শিক্ষা এবং ব্যক্তিগত খাতে দেওয়া ঋণের উপর সুদের হার।