PNB গ্রাহকদের জন্য সুখবর, বাড়ানো হলো নতুন চেকবই সংগ্রহের সময়সীমা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর সাথে ২০২০ সালের ১লা এপ্রিল দেশের আরও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্কের সংযুক্তিকরণ ঘটে। আর এই সংযুক্তিকরণের পর থেকেই ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্কের সমস্ত শাখা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা হিসেবে পরিচালিত হতে শুরু করে। এমত অবস্থায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয় ওই দুই ব্যাঙ্কের গ্রাহকদের পুরাতন চেকবইয়ের পরিবর্তে নতুন চেকবই নিতে হবে।

Advertisements

Advertisements

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছিল পুরাতন চেকবই দিয়ে কাজ করা যাবে ৩১ মার্চ ২০২১ সাল পর্যন্ত। তারপর চেকবই মারফত টাকা লেনদেনের ক্ষেত্রে নতুন চেকবই ব্যাঙ্কের শাখা থেকে সংগ্রহ করে তা দিয়ে করতে হবে। তবে এমন পরিস্থিতিতে বহু গ্রাহকদের থেকে অভিযোগ আসে চেকবই সরবরাহ করতে পারছেনা ব্যাঙ্কের শাখাগুলি। আর এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পুরাতন চেকবইয়ের ভ্যালিডিটি অর্থাৎ কার্যকারিতার সময়সীমা বাড়ালো।

Advertisements

একেবারে শেষ লগ্নে অর্থাৎ ৩১ মার্চ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই সময়সীমা বৃদ্ধি করার ঘোষণা। যেখানে বলা হয়েছে, “ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্কের গ্রাহকদের পুরাতন চেকবইয়ের বৈধতা থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত। আর এই সময়ের মধ্যে নতুন চেকবই সংগ্রহ করে নিতে হবে।”

[aaroporuntag]
নতুন চেকবই সংগ্রহ করার জন্য যেকোন শাখা, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং অথবা এটিএম থেকেও অনুরোধ জানানো যাবে বলে ব্যাঙ্কের তরফ থেকে তাদের নির্দেশিকায় জানানো হয়েছে। এর পাশাপাশি কোন রকম সমস্যার সম্মুখীন হলে গ্রাহক সেবা প্রতিনিধির সাথে যোগাযোগ করার জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে, যেগুলি হল 1-800-180-2222 অথবা 1-800-103-2222।

Advertisements