PNB FD Calculation: PNB-তে ১ লক্ষ টাকা FD-তে রাখলে কত টাকা রিটার্ন পাবেন! দেখে নিন হিসেব-নিকেশ

Antara Nag

Published on:

Advertisements

Check PNB FD Calculation for how much return you will get if you put 1 lakh rupees in FD in PNB: আয় করা অর্থের কিছু টাকা সঞ্চয় করতে চাইছেন? কিন্তু কোন খাতে বিনিয়োগ করলে বা সঞ্চয় করলে ভালো অর্থ পাওয়া যাবে তা বুঝে উঠতে পারছেন না? কোন চিন্তা নেই, আজকের এই প্রবন্ধে জানানো হয়েছে সেরকমই একটি বিনিয়োগ পরিকল্পনা। যেখানে অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করলেও মেয়াদ শেষে পাওয়া যাবে মোটা অঙ্কের টাকা। তাই চলুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই স্কিম (PNB FD Calculation) সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisements

প্রসঙ্গত, বর্তমানে ব্যাঙ্ক, পোস্ট অফিস, শেয়ার বাজার সমস্ত জায়গাতেই কোনো না কোনো স্কিমে মানুষ অর্থ বিনিয়োগ করছেন। তবে সব ধরনের স্কিম নিরাপদ নয়। ফলে অনেকেই বিনিয়োগ করতে গিয়ে দ্বন্দ্বে পড়েন। তাই দ্বন্দ্ব সরিয়ে বিনিয়োগ করুন ফিক্সড ডিপোজিট স্কিমে। যেখানে অর্থ যেমন নিরাপদে থাকবে তেমনি বাড়বে অর্থের পরিমাণ। আজকের এই প্রতিবেদনে ভারতের অন্যতম সরকারি ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে (PNB FD Calculation) মেয়াদ অনুযায়ী কত পার্সেন্ট সুদে কত টাকা রিটার্ন পাওয়া যায় তারই হিসেব-নিকেশ জানানো হয়েছে। চলুন সেই হিসেব-নিকেশ জেনে নেওয়া যাক।

Advertisements

মূলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মেয়াদ ভিন্ন। যার ফলে গ্রাহকরা এই ব্যাঙ্কে ১০টিরও অধিক ফিক্সড ডিপোজিট স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন। তবে এখানে জানানো হয়েছে ১ লক্ষ টাকা বিনিয়োগে ৩ বছর, ৫ বছর এবং ১০ বছরের মেয়াদে সুদ সমেত রিটার্ন পাওয়ার হিসেব-নিকেশ।

Advertisements
১০ বছর মেয়াদে

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৩ থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ গ্রাহকদের সুদ প্রদান করে ৬.৫০ শতাংশ হারে এবং প্রবীণ নাগরিকরা অর্থের উপর সুদ পায় ৭.৩০ শতাংশ হারে। এক্ষেত্রে কোনো গ্রাহক যদি ১০ বছর মেয়াদে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে ৬.৫০ শতাংশ হারে সুদ জমা হবে ৯০,৫৫৬ টাকা। অর্থাৎ সুদসহ বিনিয়োগ যোগে মোট অর্থ দাঁড়াবে ১,৯০,৫৫৬ টাকা। একইভাবে ১০ বছর মেয়াদে ১ লক্ষ টাকার উপর ৭.৩০ শতাংশ হারে প্রবীণ নাগরিকরা সুদ পাবে ১,০৬,১৪৭ টাকা। সেই অনুসারে সুদ সহ বিনিয়োগ যোগে মোট পরিমাণ হবে ২,০৬,১৪৭ টাকা।

আরও পড়ুন ? Union Bank FD Rates: জুনের শুরুতেই ইউনিয়ন ব্যাঙ্কের FD-তে বদল! এবার এত শতাংশ সুদ পাবেন গ্রাহকরা

৫ বছর মেয়াদে

PNB-র FD স্কিমে ৫ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৬.৫০ শতাংশ হিসাবে সুদের পরিমাণ দাঁড়াবে ৩৮,০৪২ টাকা (PNB FD Calculation)। সুদ সমেত মোট টাকা জমা হবে ১,৩৮,০৪২ টাকা। অপরদিকে ষাটোর্দ্ধ ব্যক্তিরা ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে সুদ পাবেন ৭.৩০ শতাংশ হারে। এই হিসেবে ১ লক্ষের উপর সুদের পরিমাণ হবে ৪৩,৫৭৮ টাকা। অর্থাৎ রিটার্ন পাবেন ১,৪৩,৫৭৮ টাকা।

৩ বছর মেয়াদে

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক FD স্কিমে ২ থেকে ৩ বছরের মেয়াদে ৭ শতাংশ সুদ অফার করে সাধারণ গ্রাহকদের এবং ৭.৮০ শতাংশ সুদ অফার করে প্রবীণ নাগরিকদের। হিসাব অনুযায়ী কোনো সাধারণ গ্রাহক ৩ বছরের মেয়াদে FD স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে সুদ পাবেন ২৩,১৪৪ টাকা। সুদ সমেত বিনিয়োগ অর্থ যোগ করলে তিনি মোট রিটার্ন পাবেন ১,২৩,১৪৪ টাকা। অনুরুপে, ৩ বছরের জন্য PNB-র FD-তে ১ লক্ষ টাকা জমা দিলে ৭.৮০ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। সেই হিসেবে সুদের অঙ্ক দাঁড়াবে ২৬,০৮০ টাকা। অর্থাৎ মোট রিটার্ন পাবেন ১,২৬,০৮০ টাকা।

Advertisements