নিজস্ব প্রতিবেদন : মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী মে মাসের প্রথম দফায় রেপো রেট বৃদ্ধি করা হয় ৪০ বেসিস পয়েন্ট। এর পর ফের জুন মাসে রেপো রেট বৃদ্ধি করা হয় ৫০ বেসিস পয়েন্ট। বর্তমানে এই রেপো রেট দাঁড়িয়েছে ৪.৯০%।
পরপর দু’মাসে দু’বার রেপো রেট বৃদ্ধি করার ফলে তার প্রভাব পড়তে শুরু করেছে লোন থেকে শুরু করে স্থায়ী আমানতের ক্ষেত্রে। একদিকে যেমন এর ফলে লোনের ক্ষেত্রে সুদের পরিমাণ বেড়েছে ঠিক তেমনি আবার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও সুদের পরিমাণ বেড়েছে। ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক এই সকল রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই সকল রেট বৃদ্ধি পাওয়ার কারণে গ্রাহকদের মধ্যে মিশ্র প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।
বিভিন্ন ব্যাংকের পাশাপাশি এবার স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ১৪ জুন এই বিষয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন বিজ্ঞপ্তিতে তারা স্থায়ী আমানতের ক্ষেত্রে কত দিনের উপর কত টাকা সুদ দিচ্ছে তারা জানিয়েছে।
৭-৪৫ দিনের মেয়াদে সুদ দেওয়া হচ্ছে ৩%। ৪৬-৯০ দিনের মেয়াদে সুদ দেওয়া হচ্ছে ৩.২৫%। ৯১-১৭৯ দিনের মেয়াদে সুদ দেওয়া হচ্ছে ৪%। ১৮০-৩৬৪ দিনের মেয়াদে সুদ দেওয়া হচ্ছে ৪.৫০%। ৩৬৫-২ বছরের মেয়াদে সুদ দেওয়া হচ্ছে ৫.২০%। ২-৩ বছরের ক্ষেত্রে সুদের পরিমাণ দেওয়া হচ্ছে ৫.৩০%।
৩-৫ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদ দেওয়া হচ্ছে ৫.৫০%। ৫ বছর থেকে ১০ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদ দেওয়া হচ্ছে ৫.৬০%। একইভাবে সিনিয়র সিটিজেনদের জন্য স্থায়ী আমানতের ক্ষেত্রেও সুদের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক।