নিজস্ব প্রতিবেদন : ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য দেশের অধিকাংশ মানুষ প্রতিদিনের রোজগারের পাশাপাশি সঞ্চয়ের দিকে ঝুঁকেন। সঞ্চয়ের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড সহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে। সেই রকমই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমন একটি প্রকল্প রয়েছে যাতে ৫.৭৫ শতাংশ সুদ পাওয়া যায়।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই সঞ্চয় প্রকল্পের নাম হল ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিম। এই প্রকল্পে গ্রাহকদের কথা মাথায় রেখে এমন ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোন মাসে টাকা জমা দিতে না পারলেও জরিমানা দিতে হয় না গ্রাহকদের। দেশের যেকোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করতে পারবেন।
প্রাপ্তবয়স্ক ছাড়াও অপ্রাপ্তবয়স্করাও এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করতে পারবেন। তবে তার ন্যূনতম বয়স হতে হবে ১০ বছর। সেক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের অভিভাবকের অধীনে এই প্রকল্প চালানো যেতে পারে। অপ্রাপ্তবয়স্করা এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইলে তাদের বয়সের শংসাপত্র এবং অভিভাবকের অধীনে এই প্রকল্প চালু করতে পারবেন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিমে দৈনিক ভিত্তিতে সুদের হার হিসাব করা হয়। প্রতি ছয় মাস অন্তর অন্তর সেই সুদের টাকা দেওয়া হয়ে থাকে। নিয়ম অনুসারে টিডিএস কাটা হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পে নমিনেশন এবং ঋণ ও ওভারড্রাফটের সুবিধা রয়েছে।
ন্যূনতম ৬ মাস এবং সর্বোচ্চ ১২০ মাসের জন্য এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করা যায়। বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম টাকার পরিমাণ হল ১০০ টাকা এবং এরপর গুণিতক আকারে ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এই প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত করতে হলে গ্রাহকদের নিকটবর্তী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় যেতে হবে।