চেক মারফৎ লেনদেনের নিয়মে এলো বদল, PNB গ্রাহকরা না জানলে মুশকিল

নিজস্ব প্রতিবেদন : আর্থিক লেনদেনের ক্ষেত্রে দেশের বৃহত্তম ব্যাংক হিসাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) থাকলেও অন্যান্য যে সকল ব্যাংক রয়েছে সেগুলিরও গুরুত্ব অপরিসীম। গ্রাহক সংখ্যার নিরিখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সবার উপরে থাকলেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এই মুহূর্তে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক (Bank)। এই ব্যাংকের তরফ থেকে এবার তাদের গ্রাহকদের চেক (Check) মারফত লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নিয়মে বদল আনা হলো।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে সকল গ্রাহকরা রয়েছেন তাদের অবশ্যই নতুন নিয়ম সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। নতুন নিয়ম সম্পর্কে না জানলে মুশকিলে পড়তে হতে পারে তাদের। যদিও নতুন যে নিয়ম জারি করা হয়েছে সেই নতুন নিয়ম ব্যাংকের গ্রাহকদের আর্থিক লেনদেনকে আরও সুরক্ষিত করার জন্য জারি করা হয়েছে।

আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতারণার মত ঘটনা ঘটতে দেখা যায়। এই সকল প্রতারণার ঘটনা থেকে গ্রাহকদের রক্ষা করার জন্য ব্যাংকের তরফ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই রকমই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কোটি কোটি গ্রাহকদের সুরক্ষা প্রদান করতেই এমন ব্যবস্থা চালু করা হয়েছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের জন্য চেক মারফত লেনদেনের ক্ষেত্রে পজিটিভ পে (Positive Pay) বাধ্যতামূলক করল। এবার থেকে পাঁচ লক্ষ টাকার উপরে কোন লেনদেন চেক মারফত করতে হলেই এই নিয়ম মানতে হবে গ্রাহকদের। নতুন নিয়ম আগামী ৫ এপ্রিল থেকে চালু হবে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফ থেকে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এর আগেও পজিটিভ পে সিস্টেম চালু ছিল। তবে ব্যাংকের তরফ থেকে এই নিয়ম জারি করা হয়েছিল চেক মারফত ১০ লক্ষ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে। বর্তমানে এই টাকার অংকের পরিমাণ কমিয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ নতুন নিয়ম অনুসারে ৫ এপ্রিল থেকে যারা পাঁচ লক্ষ টাকা বা তার বেশি চেক মারফত লেনদেন করবেন তাদের পজিটিভ পে সিস্টেম মেনে চলতে হবে।