আপনি কি PNB গ্রাহক! জারি হচ্ছে নতুন নিয়ম, না জানলে চাপ বাড়বে

গ্রাহকদের লেনদেনকে সুরক্ষিত করার পাশাপাশি অতীত থেকে শিক্ষা নিয়ে যাতে তাদের আর প্রতারিত হতে না হয় তার জন্য একাধিক ব্যবস্থা নিয়ে এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Panjab National Bank)। সম্প্রতি তারা তাদের সিস্টেমে আরও এক বড় পরিবর্তন প্রকাশ্যে এনেছে। যার ফলে এই অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির টাকা লেনদেন ব্যবস্থায়ও এক বড় পরিবর্তন এসেছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা (Panjab National Bank) গ্রাহকদের টাকা লেনদেন প্রক্রিয়ায় এক বড় পরিবর্তন নিয়ে এসেছে। এই নতুন নিয়ম আগামী এপ্রিল মাসের ৫ তারিখ থেকে চালু হয়ে যাবে। এখন থেকে PPS পদ্ধতিতে টাকা লেনদেন হবে এই ব্যাঙ্কে। অর্থাৎ, আপনি ১০ লক্ষ টাকা বা তার বেশি অঙ্কের কোন‌ও চেক জমা করলে তা PPS পদ্ধতিতে বিশেষভাবে যাচাই করার পরই ক্লিয়ার করা হবে। PPS প্রক্রিয়াটি National Payment Corporation of India বা NPCI দ্বারা পরিচালিত।

এই পদ্ধতিতে দশ লক্ষ টাকা বা তার বেশি অঙ্কের জমা পরা চেক ক্লিয়ার করার ক্ষেত্রে অতিরিক্তভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, চেকের নম্বর, চেক আলফা, চেকে প্রদেয় টাকার পরিমাণ, যাকে দেওয়া হচ্ছে চেকে তার নাম সহ বিস্তারিত বিবরণ PPS পদ্ধতির মাধ্যমে যাচাই করার পরেই টাকা দেওয়া হবে।

এক্ষেত্রে বেশি অঙ্কের চেক হলে তা গ্রাহককে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Panjab National Bank) নিজস্ব শাখায় জমা দিতে হবে। অর্থাৎ যে ব্রাঞ্চে ওই গ্রাহকের সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানেই চেক জমা দিতে হবে। তা না হলে চেকের টাকা নাও পাওয়া যেতে পারে। এছাড়াও PNB-র নয়া সিস্টেম অনুযায়ী স্থানীয় শাখা, মোবাইল ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং এবং এসএমএস ব্যাঙ্কিং-র মাধ্যমে টাকা লেনদেনের এই নতুন সিস্টেম অ্যাক্সেস করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে একদিন আগে নিজস্ব শাখায় গিয়ে রিপোর্ট করা প্রয়োজন।

এছাড়া, প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক অত্যাবশ্যক। অনেকেই এখনো এই দুই কার্ডের মধ্যে সংযোগ করেননি, তাদের লেনদেন বন্ধ করে দিতে পারে ব্যাংক। এই নিয়মটি অনেক আগে চালু হলেও বহু মানুষ তাতে কান দেননি। আর তাতেই বিপাকে পড়েছেন তাঁরা। বর্তমানে অনেকেই উঠে পড়ে লেগেছেন এই লিঙ্ক করতে। কিন্তু এখন ফাইন দিয়েই গোটা কাজটা করতে হচ্ছে। অনেককেই বেশ ভুগতে হচ্ছে এই লিঙ্ক না থাকার জন্য।