নিজস্ব প্রতিবেদন : রেল যাত্রাকে আরও সহজ থেকে সহজতর করতে এবার Railofy নামে একটি সংস্থা অভিনব পদ্ধতি নিয়ে এলো। নতুন এই পদ্ধতির মাধ্যমে রেল যাত্রীরা WhatsApp এর মাধ্যমে নিজেদের PNR স্ট্যাটাস জানতে পারবেন অতি সহজে। মূলত লকডাউন পরবর্তী সময়ে যখন ট্রেন যাত্রায় নানান বিধি-নিষেধ শুরু হয়েছে ঠিক সেই সময়ই যাতে যাত্রীদের ভোগান্তি না হয় সেই কথা মাথায় রেখে এই সংস্থার এমন অভিনব উদ্যোগ।
এর আগে পর্যন্ত PNR স্ট্যাটাস জানা এবং যাবতীয় তথ্য পাওয়া ছিল বেশ সময়সাপেক্ষ ও বেশকিছু নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে পার হতে হতো। আর এবার ঐ সকল ঝামেলা থেকে মুক্তি দিয়েছে এই নতুন WhatsApp পদ্ধতি। সংস্থার তরফ থেকে দেওয়া নম্বরে PNR নম্বর দিয়ে মেসেজ করলেই সঙ্গে সঙ্গে ওই নম্বর থেকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে PNR এর রিয়েল টাইম স্ট্যাটাস। এর পাশাপাশি এই নম্বরের মাধ্যমে জানতে পারবেন ট্রেনের লাইভ স্টেটাস এবং স্টেশন সংক্রান্ত তথ্য।
চলুন দেখে নেওয়া যাক WhatsApp নম্বরের মাধ্যমে PNR জানার পদ্ধতি
১) WhatsApp এর মাধ্যমে PNR স্ট্যাটাস জানার জন্য যাত্রীদের প্রথমেই ৯৮৮১১৯৩৩২২ নম্বরটি নিজেদের মোবাইল কন্টাক্টে সেভ করে নিতে হবে।
২) এরপর ওই নম্বরের হোয়াটসঅ্যাপে গিয়ে শুধু মাত্র ১০ ডিজিটের PNR নম্বর লিখে মেসেজ করলেই জানিয়ে দেওয়া হবে PNR এর রিয়েল টাইম স্ট্যাটাস।
৩) পাশাপাশি জানা যাবে ট্রেন কোন স্টেশনে থামলো, বর্তমান স্টেশনের আগের স্টেশন এবং পরের স্টেশন, গন্তব্য এখনো কতদূর ইত্যাদি।