শিক্ষকের বাড়িতে মজুত বিপুল পরিমাণে বেআইনি মদ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : শিক্ষকের বাড়িতে মজুত বিপুল পরিমাণে বেআইনি মদ, ভাবতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামে। শিশু দিবসের দিন সেই মদ উদ্ধার করলো রামপুরহাট আবগারি দপ্তর।

রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামের বাসিন্দা দুই ভাই সুবোধ কুমার সাহা ও প্রবোধ কুমার সাহার বাড়িতে মজুত ছিল ওই বিপুল পরিমাণে মদ। গোপন সুত্রে খবর পেয়ে আবগারি দপ্তর তল্লাশি চালিয়ে ৩৯ কার্টুন (৭৮০ বোতল) দেশি মদ উদ্ধার করে আবগারী দপ্তরের আধিকারিকরা। অভিযুক্ত সুবোধ কুমার সাহা ও প্রবোধ কুমার সাহা দুই ভাই, যাঁরা দুজনেই প্রাথমিক স্কুলের শিক্ষক।

আফগারি সুত্রে খবর, প্রথমে ওই এলাকায় ও ওই শিক্ষকের বাড়িতে ঢুকতে বাঁধা দেওয়া হয়। বাঁধা দিলে তালা ভেঙে বাড়িতে ঢোকেন আধিকারিকরা। উদ্ধারের পর অভিযুক্ত শিক্ষক ও তার ভাই আবগারী দপ্তরের অধিকারিকদের উপর চড়াও হয় বলে অভিযোগ। আবগারী দফতরের গাড়ী আটকে দেওয়া হয় ও গাড়ীর কাঁচ ভেঙে দেওয়া হয়। মদ মজুতের কোন সরকারি অনুমতি ছিল না ওই শিক্ষকের। সুবোধ কুমার সাহার বাড়িতে মদ মজুত ও প্রবোধ কুমার সাহার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছে আবগারী দফতর।