দুবরাজপুরে বিজেপি কর্মী মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার বিজেপিরই বুথ সভাপতি

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের ফকিরবেড়া গ্রামে সাতসকালে বছর তিরিশের পতিহার ডোম নামে এক বিজেপি কর্মীর মৃতদেহ দেখতে পাওয়া যায় এলাকার একটি পুকুর পাড়ে। যার পর এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধতে শুরু করে। বিজেপি কর্মী সমর্থকরা এবং এলাকার বাসিন্দারা ঘটনার সঠিক তদন্তের জন্য বিক্ষোভে সামিল হন এবং দোষীদের গ্রেপ্তারের দাবি তোলেন। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। যে ঘটনায় ২ জন পুলিশ কর্মী ছাড়াও বেশ কয়েক জন গ্রামবাসী আহত হন।

Advertisements

Advertisements

এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই বিজেপি জেলা নেতৃত্বে তরফ থেকে তৃণমূলের দিকে আঙ্গুল তোলা হচ্ছিল তাদের কর্মীকে খুন করা হয়েছে এই অভিযোগে। কিন্তু ঘটনার মোড় নেয় বুধবার। রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশ ওই এলাকার বিজেপিরই এক বুথ সভাপতি দুলাল ডোমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কারণ হিসেবে জানা গিয়েছে মৃত ওই বিজেপি কর্মীর স্ত্রী জয়শ্রী ডোম দুলাল ডোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দুবরাজপুর থানায়। গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্তকে বুধবার দুপুরে আদালতে তোলা হবে।

Advertisements

যদিও অভিযুক্ত দুলাল ডোম তাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন গ্রেফতার করা হয়েছে তা তিনি জানেন না বলেই জানিয়েছেন। পাশাপাশি তিনি এই ঘটনার তদন্ত চেয়েছেন। অন্যদিকে জেলা বিজেপি নেতৃত্বের তরফ থেকে ঘটনার দিন থেকেই ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করা হয় এবং এই ঘটনার তদন্তের জন্য সিবিআই অথবা হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি দ্বারা গঠিত সিটের মাধ্যমে তদন্তের দাবি তোলে।

[aaroporuntag]
অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রথম থেকেই বিজেপির অভিযোগকে উড়িয়ে দিয়ে দাবি করেছে, “এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগসাজশই নেয়। নিজেদের লড়াইকে তৃণমূলের নামে মিথ্যাচার করার চেষ্টা করছে।”

Advertisements