পাঁড়ুইয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষে গ্রেপ্তার ৮

Shyamali Das

Published on:

হিমাদ্রি মন্ডল : গত রবিবার পাঁড়ুই থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ চরম আকার ধারন করে। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে চলে ব্যাপক বোমা গুলির লড়াই। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়।

তৃণমূল বিজেপি তাণ্ডবের পর দুই পক্ষের মোট ৮ জনকে গ্রেপ্তার করে পাঁড়ুই থানার পুলিশ। আজ তাদের সিউড়ি আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশকে হেনস্থা করা, খুনের চেষ্টা, বিস্ফোরক মজুদ, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। ১৪৩, ১৪৪, ১৮৬, ৩৫৩, ৩৩২, ৩০৭, ৩০৮, ৩,৪,৫ বিস্ফোরক আইন, ২৫, ২৭ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

ধৃত এই ৮ জনের মধ্যে লক্ষিন্দর বাউরী, শেখ মোজামবেল, শেখ সরীয়দ এই তিনজনের আদালত তিন দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।