গাড়িতে রয়েছে Press অথবা Army স্টিকার, প্রমাণ দিতে না পারলে কড়া ব্যবস্থা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মোটরবাইক হোক অথবা চারচাকা, বেশকিছু গাড়িতে Press অথবা Army লেখা স্টিকার লাগানো অবস্থায় শহর দাপিয়ে বেড়াতে লক্ষ্য করা যায়। মূলত সহজে পার্কিং, ট্রাফিক পুলিশের চেকিং এড়ানো ইত্যাদি একাধিক সুবিধার লোভে অনেকেই এই ধরনের স্টিকারের অপব্যবহার করছেন। এবার এই সকল স্টিকার লাগানো গাড়ির ক্ষেত্রে অপব্যবহার রুখতে নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন।

Advertisements

Advertisements

মূলত রাজ্যে বেশ কয়েকদিন ধরেই একাধিক জায়গায় ভুয়ো এমন স্টিকারের অপব্যবহার এবং নজরে আসার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে যদি কারোর গাড়িতে এই ধরনের কোনো রকম স্টিকার লাগানো থাকে অথচ তিনি তার যথোপযুক্ত প্রমাণ দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসাবে লাইসেন্স বাতিল, হাজতবাস, জরিমানা সহ আরও একাধিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisements

এক্ষেত্রে পুলিশের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, মামা, কাকা অথবা অন্য কেউ সেনাকর্মী, পুলিশ বা সংবাদমাধ্যমের সাথে যুক্ত রয়েছেন, অথচ তার ভাইপো, ভাগ্নেরা এই ধরনের স্টিকার লাগিয়ে ধরা পড়লে তা বরদাস্ত করা হবে না। এই সকল ক্ষেত্রে এমন কড়া নজরদারির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে মালদা ট্রাফিক পুলিশ। মালদা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইনস্পেক্টর শান্তিনাথ পাঁজা জানিয়েছেন, ব্যক্তিগত গাড়িতে পুলিশ, বিএসএফ, সিআরপিএফের স্টিকার লাগিয়ে চলাফেরা করলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মালদা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই নজরদারি সাময়িকভাবে নয়, আগামী দিনেও এই নজরদারি চালানো হবে। তবে এমনটা শুধু মালদা জেলার জন্য নয়, অন্যান্য জেলার ক্ষেত্রেও এমন নজরদারি চলে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার পুলিশ এই ধরনের চেকিং চালিয়ে থাকে।

Advertisements