কাঁচা বাদাম গানে খাঁকি উর্দিতে ঘুরে ঘুরে নাচ পুলিশকর্মীদের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার দিন দিন বাড়তেই এই সকল ব্যবহারকারীদের মধ্যে রিল ভিডিও তৈরি করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময় তাদের লক্ষ্য করা যায় জনপ্রিয় কোন গান অথবা ডায়লগের সঙ্গে তাল মিলিয়ে রিল ভিডিও বানাতে এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে। এই ট্রেন্ডে পা দিতে দেখা গিয়েছে পুলিশকর্মীদেরও।

Advertisements

যারা বর্তমানে রিল ভিডিও তৈরি করার ট্রেন্ডে পা মিলিয়েছেন তাদের অধিকাংশকেই এখন লক্ষ্য করা গিয়েছে, জনপ্রিয় ভাইরাল গান কাঁচা বাদাম গানে নেচে রিল ভিডিও তৈরি করতে। ঠিক সেই ভাবেই এবার পাঁচ পুলিশকর্মীকে লক্ষ্য করা গেলেও খাঁকি উর্দি পরেই একটি রিল ভিডিও বানিয়েছেন। এই পুলিশ কর্মীদের মধ্যে রয়েছেন এক মহিলা পুলিশ কর্মী এবং বাকি চারজন পুরুষ পুলিশ কর্মী।

Advertisements

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করার সময় এই কাঁচা বাদাম গানটি গাইতেন। তারপর সেই গান সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হয় এবং আসমুদ্র হিমাচল পার করে সুদূর আমেরিকা সহ অন্যান্য দেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে এবার এই গানে খাকি উর্দি পরে ঘুরে ঘুরে নিচে বিতর্কে জড়িয়েছেন এই পাঁচ পুলিশ কর্মী।

Advertisements

দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটিতে লক্ষ্য করা গিয়েছে, পাঁচ জন পুলিশ কর্মী প্রত্যেক এই খাকি উর্দি পরে রয়েছেন। একজন মহিলা পুলিশ কর্মী রয়েছেন মাঝখানে এবং তার ডান ও বাম দিকে রয়েছেন দুজন করে পুরুষ পুলিশকর্মী। এরপরেই ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করে জনপ্রিয় ভাইরাল সেই কাঁচা বাদাম গানটি। আর তাতেই লক্ষ্য করা যায় ঘুরে ঘুরে দুর্দান্ত স্টেপ দিয়ে ওই পুলিশ কর্মীদের নাচতে।

তবে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর নানান বিতর্ক শুরু হলেও অনেকেই প্রশ্ন তুলেছেন, পুলিশকর্মী বলে কি আর আনন্দ করার অধিকার হারিয়েছেন? এমনকি ভিডিও আপলোড করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, ‘খাঁকি পরিহিতরা কি একটু আনন্দ করতে পারে না? এই ভিডিয়োটা একবার দেখুন।’ তবে এর পাল্টা অনেকে আবার লিখেছেন, ‘নাচবেন নাচুন, কিন্তু পুলিশের পোশাক পরে কেন নাচবেন?’

Advertisements