ফের বীরভূমে উদ্ধার তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদন : দিনের পর দিন বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে বীরভূমের বিভিন্ন প্রান্তে। বারবার পুলিশি তল্লাশিতে উঠে আসছে এমন বোমা। কোথায় থেকে আসছে এত বোমা! তা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক নেতারা। বিরোধীদের মন্তব্য বোমার স্তুপে পরিণত হয়েছে বীরভূম।

বৃহস্পতিবার সারাদিন তল্লাশি চালিয়ে রামপুরহাট থানার দখলবাটির দানগ্রামে এলাকা থেকে ৪৫ টি বোমা উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। প্রথম দফায়, একটি নব নির্মিত বাড়িতে চারটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে, বোম্ব স্কোয়াডের টিম এসে আরও ৫ টি বোমা উদ্ধার করে ওই বাড়ি থেকে। বোমাগুলি ড্রামের মধ্যে মাটিতে লুকিয়ে রাখা হয়েছিল। সকালে ও বিকেলে মিলিয়ে মোট ৪৫ টি বোমা উদ্ধার হয়। পরে বোমাগুলি দখলবাটি গ্রামের একটি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করা হয়।

প্রসঙ্গত, গত এমাসের ২ তারিখে রামপুরহাট দুনিগ্রাম রোড়ের ওপরে দখলবাটি গ্রামের মোশারফ হোসেন (বাবুল খান) কে দুষ্কৃতীরা বোমা ছুঁড়ে মেরে ফেলে। বাবুল প্রাক্তন কংগ্রেস প্রধান হানিফ সেখের ছেলে। বর্তমানে তৃনমুলের সক্রিয় কর্মী ছিলেন। পরিবারের তরফ থেকে সেই ঘটনায় ওই গ্রামের ১৮ জনের নামে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই গ্রামে উত্তেজনা রয়েছে।

পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত এখনো ধরা পরে নি। তাই গ্রামে প্রায় চলছে পুলিশি তল্লাশি। পাশাপাশি গ্রামে বসানো হয়েছে পুলিশ প্রিকেট। আর দিন কয়েক আগেই ঘটে যাওয়া এমন ঘটনার পর এতগুলি বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।