নিজস্ব প্রতিবেদন : দুটি পৃথক দোকান থেকে আজ উদ্ধার হয় তিন ড্রাম বোমা। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার দখলবাটি গ্রামে। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা একটি দোকানে চা খেতে আসেন। তখন তারা দেখতে পান চায়ের দোকানে রাখা রয়েছে ড্রাম ভর্তি বোমা। এরপরই আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেয় রামপুরহাট থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। পুলিশের সাথে আসে বোম্ব স্কোয়াডের দল। তারা বোমাগুলিকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। এছাড়াও আজ দানগ্রাম থেকে উদ্ধার হয় বোমা তৈরির মশলা। গতকাল এই গ্রাম থেকেই উদ্ধার করা হয়েছিল বোমা। সব মিলিয়ে প্রায় ৫০ টি তাজা বোমা উদ্ধার হয় দুদিনে।
প্রসঙ্গত, কয়েক দিন আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলের বাবুল খানকে বোমা মেরে খুন করেছিলো তৃণমূল কংগ্রেসেরই অন্য গোষ্ঠীর লোক অভিযোগ। সে ঘটনায় বেশ কয়েক জনের নামে অভিযোগ করা হয়েছে, গ্রেপ্তারও হয়েছে তিনজন।