গুজব রুখতে পুলিশের জনসাধারণকে বিশেষ আবেদন, গুজব ছড়ালে কড়া শাস্তি

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের বিভিন্ন জায়গায় দিনের পর দিন বেড়েই চলেছে গুজব। আর সেই গুজবের পাল্লায় পড়ে ছেলেধরা সন্দেহে একের পর এক নিরীহ মানুষ গণ প্রহারের শিকার হচ্ছেন। এমত অবস্থায় রাজ্য পুলিশ তথা বীরভূম জেলা পুলিশ জনগণের কাছে বিশেষ আবেদন রেখেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে ছেলেধরা সংক্রান্ত গুজব ছড়ানোর চেষ্টা করছে।

১) দয়া করে গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না।

২) অজানা, অচেনা কোন ব্যক্তিকে কোনরকম সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিন।

৩) গুজব সৃষ্টিকারী ব্যক্তির প্রতি নজর রাখুন।

৪) আইন নিজের হাতে নেবেন না বা কাউকে হাতে নিতে প্ররােচনা দেবেন না।

৫) সচেতন ও শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহায়তা করুন।

৬) পুলিশ সর্বদা আপনার পাশে আপনার সাথে।

৭) সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিভিন্ন বিভ্রান্তি মূলক খবর থেকে সকলে সচেতন থাকুন।