ভোটের আগে বীরভূম সহ একাধিক জেলার পুলিশ সুপার বদল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর এর আগেই শুক্রবার নবান্নের তরফ থেকে বীরভূম একাধিক জেলার পুলিশ সুপারকে বদলি করা হলো। ইতিমধ্যেই এই বদলির বিষয় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নে তরফ থেকে। বীরভূম ছাড়াও পুরুলিয়ার পুলিশ সুপারকেও বদলি করা হচ্ছে।

Advertisements
নতুন পুলিশ সুপার মিরাজ খান

বীরভূমের বর্তমান পুলিশ সুপার IPS শ্যাম সিংয়ের জায়গায় আসছেন IPS মিরাজ খালিদ। তিনি এর আগে কলকাতার ডিসি (সেন্ট্রাল) ছিলেন। বীরভূমের বর্তমান পুলিশ সুপার শ্যাম সিংকে পাঠানো হচ্ছে দুর্গাপুরে রাজ্য পুলিসের দফতরে এসপি ট্রাফিক পদে।

Advertisements

পুরুলিয়ার পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হচ্ছেন IPS বিশ্বজিৎ মাহাতো। এই জায়গায় আগেই পুলিশ সুপার ছিলেন IPS এস. সেলভামুরুগন। IPS এস. সেলভামুরুগনকে পাঠানো হচ্ছে সিআইডি-র স্পেশাল সুপারিনটেন্ডেন্ট পদে।

Advertisements
বিজ্ঞপ্তি

IPS শ্যাম সিং ২০১৯ সালের ২৭ শে মে বীরভূমের পুলিশ সুপার পদে স্থলাভিষিক্ত হয়েছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি এই জেলাতেই থাকার পর একুশের বিধানসভা নির্বাচনের আগে অন্য জায়গায় স্থানান্তরিত হলেন।

Advertisements