লাল্টু : দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার করোনা পরিস্থিতি প্রতিনিয়ত ভয়ঙ্কর আকার নিচ্ছে। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য আংশিক লকডাউন ডাকা হয়েছে। কিন্তু এই আংশিক লকডাউন চলাকালীন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূমের একাধিক জায়গায় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আমজনতাকে রাস্তায় ঘোরাফেরা, ব্যবসাদারদের দোকান পাট খুলে রাখতে দেখা যাচ্ছে। এবার এই পরিস্থিতির মোকাবিলায় নামলো পুলিশ।
বৃহস্পতিবার দুবরাজপুর থানার পুলিশের তরফ থেকে দুবরাজপুর শহরের একাধিক জায়গায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে নিয়ম ভাঙ্গার জন্য যেমন একাধিক নিয়ম ভঙ্গকারিকে আটক করা হয়, ঠিক তেমনই আবার বেশ কয়েকজনকে রাস্তায় প্রকাশ্যে কান ধরে উঠবস করাতে দেখা যায়। মূলত যে সকল ব্যক্তিরা মাস্ক পরেন নি তাদের শাস্তি হিসেবে এমন পথ বেছে নেওয়া হয়।
অন্যদিকে একইভাবে সিউড়ি থানার পুলিশের তরফ থেকেও আংশিক লকডাউনের নির্ধারিত সময় জারি হতেই কড়া পদক্ষেপ নিতে দেখা যায়। তবে জেলার এই সকল জায়গায় পুলিশের কড়া নজরদারি লক্ষ্য করা গেলেও রাজগ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভিন্ন ছবি চোখে পড়ে। যেখানে ইদের আগের দিন যেমন বাজারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ঠিক তেমনি লক্ষ্য করা যায় অধিকাংশ মানুষকে মাস্ক ছাড়াই বাজার করতে। এই এলাকায় নজরদারি চালানোর মত কোন ছবি চোখে আসেনি।
[aaroporuntag]
তবে বলে রাখা ভালো, গত বছর অর্থাৎ করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার সময় বীরভূম পুলিশের পদক্ষেপ ছিল চোখে পড়ার মতো। নজরদারি চালানো থেকে শুরু করে আমজনতাকে করোনা নিয়ে সচেতন করা সবকিছুতেই এই জেলার পুলিশ নজর কেড়েছিল। এমনকি বীরভূম পুলিশের তরফ থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল যে সকল পদক্ষেপ পরবর্তী ক্ষেত্রে রাজ্যের অন্যান্য জেলার পুলিশদেরও অবলম্বন করতে দেখা গিয়েছিল।