ফলোয়ার্স কামাতে গিয়ে রেলস্টেশনে, ট্রেনে ছ্যাবলামি, নাচানাচি! এবার হাড়ে হলুদ দেবে রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইদানিংকালে বেড়েছে সোশ্যাল মিডিয়ার রমরমা ব্যবহার। সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে রমরমা বাজার হলো রিলস ভিডিওর। এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের অভাব নেই বললেই চলে। আর তাদের দেখাদেখি এখন সাধারণ মানুষেরাও নিজেদের ফলোয়ার্স কামাতে নতুন নতুন ভিডিও তৈরি করে ছাড়ছেন সোশ্যাল মিডিয়ায়। নিজেদের ফলোয়ার্স বৃদ্ধি করার জন্য বহু মানুষকেই দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে, রেল স্টেশনে, মেট্রোয় রীতিমত ছ্যাবলামি, উদ্যাম নাচানাচি করতে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফলোয়ার্স বাড়ানোর জন্য, রিলস ভিডিও তৈরি করার জন্য এমন কাজ যারা করে থাকেন তারা এবার সাবধান হয়ে যান। কেননা এবার এই সকল ভিডিও ক্রিয়েটরদের হাড়ে হলুদ দিতে পারে ভারতীয় রেল (Indian Railways)। সম্প্রতি এইরকমই একটি ঘটনা সামনে এসেছে এবং সেই ঘটনার ভিডিও দেখলে আপনিও আর এই ধরনের কাজ করার আগে দশবার ভাববেন।

Advertisements

ভিড় ট্রেনের কামরায় অথবা ভিড় রেল স্টেশনে এইভাবে নাচানাচি করে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করলেও, যে সকল যাত্রীদের সামনে এমন করা হয় তাদের অনেকেই অস্বস্তি বোধ করেন এবং সমস্যায় পড়েন। ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে এমন ঘটনা বারবার নজরে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসল রেল এবং ইতিমধ্যেই একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের উপর কড়া পদক্ষেপ নিল।

Advertisements

আরও পড়ুন ? Viral video of monkey: রিলস মানুষে দেখে, বানরেও দেখে জানতেন কি? দেখুন কাণ্ড

সিমা কানোজিয়া নামের এক instagram ইনফ্লুয়েন্সারের উপর কড়া পদক্ষেপ নিয়েছে মুম্বাই রেল স্টেশনের পুলিশ। জানা গিয়েছে ওই ভিডিও ক্রিয়েটর রেলস্টেশনে নাচানাচি করে ভিডিও করছিলেন। তিনি যখন ভিডিও করছিলেন সেই সময় সেখানে পুলিশ আসেন এবং তাকে হাতেনাতে ধরেন। এরপর তার ওই ভিডিও তৈরি করা তো বন্ধ হয়, পাশাপাশি এরপরের যে ঘটনা ঘটে তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন।

পুলিশের তরফ থেকে ওই ইনফ্লুয়েন্সারকে ধরে আনা হয় এবং তাকে দিয়েই একটি ভিডিও তৈরি করানো হয়। যে ভিডিওতে ওই ইনফ্লুয়েন্সারকে তার এমন কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ারও হয়। ক্ষমা চাওয়ার সেই ভিডিও আবার তারই instagram অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই ইনফ্লুয়েন্সারের পাশে দুজন পুলিশ কর্মী দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি তার এমন কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইছেন। তিনি ওই ভিডিওতে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি এই ধরনের কাজ করা বেআইনি বলেও স্বীকার করেন। এছাড়াও তার এমন কর্মকাণ্ডের জন্য পুলিশের কাছে লিখিত আকারে একটি ক্ষমাপত্র জমা দেন। বর্তমানে এই ধরনের নাচানাচি পশ্চিমবঙ্গের বহু বং গার্লদের করতে দেখা যাচ্ছে। তাদের জেনে রাখা দরকার, রেলের নিয়ম মুম্বাইয়ের ক্ষেত্রেও যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই। সুতরাং তারাও এমন ফ্যাসাদে পড়তে পারেন।

Advertisements