BJP Seats Prediction: প্রশান্ত কিশোর নন, এবার আরেক ভোটকুশলী জানালেন, কত সিট পাবে বিজেপি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। এই নির্বাচন এমন এক নির্বাচন যার ফলাফল থেকেই দেশ পাবে প্রধানমন্ত্রী। ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে রয়েছেন নরেন্দ্র দামোদর মোদি। অধিকাংশ সমীক্ষা এবং ভোটকুশলীদের ভবিষ্যৎবাণী, এবারও বিজেপি সরকারের আসবে এবং প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদিই।

দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীদের বড় অংশ মোটামুটি এই সকল সমীক্ষা এবং ভোটকুশলীদের ভবিষ্যৎবাণীতেই বিশ্বাস রাখছেন। তবে এসবের পাশাপাশি আরও একটি বড় প্রশ্ন ঘোরাফেরা করছে আর সেই প্রশ্নটি হল, কত আসন পাবে বিজেপি (BJP Seats Prediction)? কেননা তারা এবার ৪০০ আসন পার করার স্লোগান তুলেছে। এই বিষয়ে এবার প্রশান্ত কিশোরের পর মুখ খুললেন আরও এক ভোটকুশলী নরেশ অরোড়া।

দেশজুড়ে এখনো পর্যন্ত দু’দফা ভোট গ্রহণ হয়েছে। এই দু’দফা ভোট গ্রহণের পর ইতিমধ্যেই কে কত আসন পাবে তা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলই নিজেদের এগিয়ে রাখছে এই কাটাছেঁড়ায়। পাশাপাশি বাকি ৫ দফা ভোটগ্রহণের জন্য কি কি রণকৌশল প্রয়োজন তা নিয়েও চলছে ব্লু প্রিন্ট। আর এবার ভোট শেষে বিজেপি নিজেদের ঝুলিতে কত আসন পেতে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভোটকুশলী তথা ডিজাইন বক্সের প্রতিষ্ঠাতা নরেশ অরোড়া।

আরও পড়ুন 👉 La Nina: আসছে লা নিনা, তাপপ্রবাহের পর আরও এক চিন্তা! স্বস্তি নেই বাংলায়

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “প্রথম দু’দফা ভোটের পর দেখা যাচ্ছে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এবং উত্তরের কিছু কিছু আসনে একতরফা ট্রেন্ড চলছে। ২০১৪, ২০১৯ এর তুলনায় এবার মহিলা ভোটারদের সংখ্যা অনেকটাই বেড়েছে এবং সেই সংখ্যা বেশ উল্লেখযোগ্য। তবে মহিলা ভোটাররা সরকারের পরিবর্তন চাইছেন বলে মনে হচ্ছে না।”

নরেশ আরোড়া ওই সংবাদমাধ্যমকে যাওয়া সাক্ষাৎকারে যা জানিয়েছেন তাতে বিজেপি পুনরায় সরকার গঠন করবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে বিজেপি যে ৪০০ আসন পার করার ডাক দিয়েছে তা নিয়ে তার সংশয় রয়েছে। এই বিষয়ে তিনি জানিয়েছেন, ২০১৯ এর ট্রেন্ডের থেকে আলাদা কিছু তার চোখে পড়ছে না। যে কারণে তিনি মনে করছেন, বিজেপি ৩০০ আসন পার করবে। এমনকি ৩০০ বেশি আসনে জয়লাভ করবে বলেও তিনি মনে করছেন।