লাল্টু : বোলপুরে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দুবরাজপুর থানার অন্তর্গত পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরি গ্রাম। বিজেপি কর্মীদের অভিযোগ, এদিন রোড শো-তে যোগ দিতে যাওয়ার সময় তাদের রাস্তা আটকায় তৃণমূলের বাইক বাহিনী। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগও ওঠে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব।
বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ রায় অভিযোগ করেন, এদিন অমিত শাহের রোড শো-তে অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকটি গাড়ির আয়োজন করা হয়। সেই গাড়িগুলিতে যখন বিজেপি কর্মীরা রওনা দিচ্ছিলেন ঠিক সেইসময় এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি মুকুল মণ্ডল নিজে দাঁড়িয়ে থেকে বিজেপি কর্মীদের রাস্তা আটকে মারধর করিয়েছেন। ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন যাদের মধ্যে কারোর মাথা ফেটেছে, কারোর হাতে চোট পেয়েছে।
বিজেপি কর্মীদের রাস্তা আটকানো এবং তৃণমূলের বাইক মিছিল ঘিরে যখন দুবরাজপুর থানার এই এলাকায় চড়া রাজনৈতিক উত্তেজনা ঠিক সেই সময় বিজেপি কর্মীরা একজোট হয়ে তৃণমূলের বাইক বাহিনীকে প্রতিরোধ করে বলে জানা যায়। বিজেপি কর্মীরা রাস্তায় তীর-ধনুক এবং লাঠি নিয়ে জড়ো হন। উত্তেজনা চরমে পৌঁছালে দুবরাজপুর থানার ইন্সপেক্টর মাধব চন্দ্র মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি বিগড়ে গেলে তৃণমূল কর্মীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে জানা যায়।
যদিও বিজেপির তরফ থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ করা হলেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।