রূপে গুণে সরস্বতী, ফের ভাইরাল মহিলা পোলিং অফিসার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালে যখন প্রধানমন্ত্রীর নির্বাচনের লড়াইয়ে একের পর এক দল দাবি করছিলেন তারাই সিংহাসন দখল করবেন। যখন দেশ সরগরম প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে, সেই সময় এই সকল আলোচনার বাইরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন মহিলা পোলিং অফিসার রিনা দ্বিবেদী।

Advertisements

উত্তরপ্রদেশের এই মহিলা পোলিং অফিসার মূলত ভাইরাল হয়েছিলেন রূপ-গুণের পরিপ্রেক্ষিতে। সেই সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় রব উঠেছিল রূপে গুণে সরস্বতী পোলিং অফিসার। পরনে হলুদ শাড়ি, মানানসই স্লিভলেস ব্লাউজ, চোখে রোদ চশমা। উত্তরপ্রদেশের ভোটের আগে ফের দেখা মিলল এই রূপে গুণে সরস্বতী মহিলা পোলিং অফিসার রিনা দ্বিবেদীর।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় নতুন করে এই মহিলা পোলিং অফিসার ভাইরাল হলেও এবার তাকে শাড়িতে নয়, বরং পশ্চিমী পোশাকে ভাইরাল হতে লক্ষ্য করা গিয়েছে। ইনস্টাগ্রামে একের পর এক ছবি এবং ভিডিও নতুন করে তাকে সোশ্যাল মিডিয়ায় রসদ জুগিয়েছে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় রিনা দ্বিবেদীর যে সকল ছবি এবং ভিডিও নতুন করে ভাইরাল হতে দেখা গিয়েছে সেখানে নানান বেশে রয়েছেন তিনি। ভোটের দায়িত্বে তাকে লক্ষ্য করা গিয়েছে, কালো স্লিভলেস টপ ও সাদা ট্রাউজারে। তবে আগের মতোই তার চোখে রয়েছে রোদচশমা। জানা যাচ্ছে, এবার তিনি লখনউয়ের মোহনলালগঞ্জ বিধানসভা অঞ্চলের এক বুথের দায়িত্ব পেয়েছেন।

https://twitter.com/ReenaDwivedii/status/1496142449340780548?t=pGqd6D8KeMCSk26dgMW7Mg&s=19

আগে যখন তিনি ভোটের দায়িত্ব করতে গিয়ে ভাইরাল হয়েছিলেন সেই সময় তাকে হলুদ শাড়িতে লক্ষ্য করা গিয়েছিল। তবে এবার পশ্চিমী পোশাকে লক্ষ্য করার পর অনেকের মধ্যেই আক্ষেপ। পাশাপাশি প্রশ্ন উঠছে শাড়ি ছেড়ে হঠাৎ কেন এই পোশাকে? এর উত্তরে তিনি জানিয়েছেন, ‘একটু বদল তো হওয়াই দরকার।’ এবারও তাকে দেখে অনেক পুলিশ কর্মী এবং ভোটের দায়িত্বে থাকা কর্মীরা তার সঙ্গে সেলফি তুলতে আসেন। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘আমি ফ্যাশন ফলো করি। সব সময় আপডেট থাকাই পছন্দ করি। আর সেই কারণেই এবার গেটআপ বদলে ফেলেছি’।

Advertisements