নিজস্ব প্রতিবেদন : ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore) রাজনীতির আঙ্গিনায় কতটা তুখোড় তা গত বিধানসভা নির্বাচনে হাড়ে হাড়ে টের পেয়েছিলেন বাংলার বাসিন্দারা। যে সময় বাংলায় রীতিমতো বিজেপির হাওয়া বয়ছিল। শুধু বিজেপির হাওয়া বললে ভুল হবে, বলা যেতে পারে তৃণমূল বিরোধী হওয়া বয়ছিল রাজ্যে।
তবে সেই হাওয়াকে প্রশমিত করে প্রশান্ত কিশোর ভোটের আগেই জানিয়ে দিয়েছিলেন, বিজেপি আসন সংখ্যায় দুই অংক পার করতে পারবে না। অন্যদিকে বিজেপির সেনাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন পাবে বলে দাবি করেছিলেন। ভোট শেষ হওয়ার পর গণনা হতেই দেখা যায় প্রশান্ত কিশোরের সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়। স্বাভাবিকভাবেই এবার লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী (Prashant Kishore Prediction) নিয়ে সাধারণ মানুষদের মধ্যে কৌতুহলের শেষ নেই।
এবার লোকসভা নির্বাচনে বিজেপি ৪০০-র বেশি আসন নিজেদের ঝুলিতে আনার স্লোগান দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন, বিজেপি কি তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে? সেই প্রশ্নের উত্তরই দিতে দেখা গেল প্রশান্ত কিশোরকে। প্রশান্ত কিশোর অবশ্য বিজেপির এই শ্লোগানকে বিজেপির সাইকোলজিক্যাল গেম বলেই মনে করছেন। তবে সাইকোলজিক্যাল গেম বলে মনে করলেও বিরোধীদের হাল নিয়ে সিট সংখ্যা বিজেপি বাড়াবে বলেও তার ভবিষ্যৎবাণী।
প্রশান্ত কিশোর মনে করেন, বিরোধীদের মানসিকভাবে বিধ্বস্ত করার জন্যই বিজেপি এই স্লোগান তুলেছে। যেখানে এনডিএ হারবে না জিতবে, সেই বিষয়টি এই সাইকোলজিক্যাল গেমের কারণে দূর হয়ে গিয়েছে। বরং এই সাইকোলজিক্যাল গেমের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীদের মাথায় শুধু একটি জিনিসই ঘোরাফেরা করছে আর সেটি হল বিজেপি একাই ৩৭০ আসন পাবে কিনা! প্রশান্ত কিশোর দাবি করেছেন, সংসদে দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রী এমন কথা বলবেন তখন বিরোধীরাও সেটিকে ধ্রুব সত্য ভাবতে বাধ্য হবে।
অন্যদিকে প্রশান্ত কিশোর দাবি করেছেন, বিরোধীদের যে হাল তাতে বিজেপির উন্নতি করার অনেক সুযোগ রয়েছে। ওরা চাইলে গত লোকসভা নির্বাচনের তুলনায় ১০ থেকে ২০% আসন বৃদ্ধি করতে পারে। তবে এর পাশাপাশি তিনি এটাও মনে করেন, গত লোকসভা নির্বাচনের আসন সংখ্যার তুলনায় ৭০টি আসন বেশি পাওয়া সম্ভব নয়। গত লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩টি আসন পেয়েছিল। এখন দেখার বিষয়, কার ভবিষ্যৎবাণী সত্যি হয় এবারের লোকসভা নির্বাচনে। বিজেপি কি সত্যিই পারবে নিজেদের লক্ষ্য পূরণ করতে? নাকি সঠিক হবে ভোটকুশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী।