Poonam Pandey In Mahakumbh: মহাকুম্ভে পুণ্য স্নান করলেন নিজের মৃত্যুর গুজব রটানো পুনম পান্ডে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Poonam Pandey In Mahakumbh: প্রয়াগরাজে ১৪৪ বছর বাদে আয়োজিত হয়েছে এই মহাকুম্ভ। আবার ১৪৪ বাদে ফিরে আসবে এই শুভ সময়। মৌনী অমাবস্যার দিন শাহি স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছেন বহু মানুষ, সেই খবর বারবার সামনে আসছে বিভিন্ন সংবাদমাধ্যমের দ্বারা। সোশ্যাল মিডিয়াতে আরো একটি খবর বেশ চর্চিত, সেখানে স্নান করতে গেছেন জনপ্রিয় মডেল পুনম পান্ডে। নিজের মৃত্যুর খবরের গুজব রটিয়ে গত বছর চর্চায় এসেছিলেন মডেল পুনম পান্ডে। মহাকুম্ভে স্নান করে কেমন অভিজ্ঞতা হল পুনমের?

Advertisements

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের স্নান করার কিছু ছবি পোস্ট করেছেন এই মডেল। পুনম পান্ডে (Poonam Pandey In Mahakumbh) এমন একজন মডেল যিনি জনপ্রিয় হওয়ার জন্য নিজের মৃত্যুর খবর পর্যন্ত প্রচার করেছেন। পুণ্যস্নানের সময় তাকে দেখা গেছে কালো কুর্তি এবং জিন্স পরে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করতে।

Advertisements

শুধু এখানেই শেষ নয় মাথায় তিলক কাটেন এবং নৌকায় চেপে করেন নৌকাবিহার পর্যন্ত করেন। এখানে নৌকা থেকেই তিনি খাওয়ান পাখিদের। গঙ্গা বক্ষে আরতি থেকে, বিপুল জন সমাগমের ছবি দেখা গিয়েছে তাঁর পোস্টে।

Advertisements

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তরুণীর ভিডিও, ভিডিও ভাইরাল হতেই তুমুল হৈচৈ নেট পাড়ায়

ইনস্টাগ্রামে মহাকুম্ভের ছবিগুলো পোস্ট করে তিনি (Poonam Pandey In Mahakumbh) লেখেন ‘মহাকুম্ভ’। জীবনের বাস্তব দিকটি উপলব্ধি করা যায় এই কুম্ভতে আসলে। একদিকে যেমন একজন ৭০ বছর বয়সী বৃদ্ধ খালি পায়ে ঘণ্টার পর ঘন্টা হাঁটছেন শুধুমাত্র বিশ্বাসের উপর ভরসা রেখে। মানুষের ভরসা ,আস্থা সবকিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। কুম্ভমেলাতে বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছেন তাদের জন্য তিনি মন থেকে সমবেদনা জানিয়েছেন। আশা করি তাঁরা মোক্ষলাভ করবেন। কুম্ভের আধ্যাত্মিকতায় তিনি বাকরুদ্ধ হয়েছেন।

পুনম পান্ডে (Poonam Pandey In Mahakumbh) একজন জনপ্রিয় মডেল এবং নিজের বোল্ড অবতারের জন্য তিনি সবথেকে বেশি পরিচিত হয়েছেন দর্শকের কাছে। দর্শকদের নজর কেড়েছেন ছোট বা উন্মুক্ত পোশাকের জন্য। কখনও আবার ক্যানসারের সতর্কতা ছড়াতে রটিয়ে দিয়েছেন নিজের মৃত্যুর খবর। মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ছবি দিতেই কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এক ব্যক্তি কটাক্ষ করে বলেছেন যে, ‘এতে কি সব পাপ ধুয়ে গেল?’ অন্যজন মন্তব্য করেছেন, ‘পুনম পান্ডেও পুণ্যস্নান সেরে নিল। বাকি কে রইল খালি? আমি?’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘যত লোক দেখানো ভন্ডামি।‘

Advertisements