নিজস্ব প্রতিবেদন : Vodafone Idea বা Vi নিত্য নতুন অফারের পাশাপাশি এবার গ্রাহকদের জন্য বাড়িতে বসেই MNP করার সুযোগ এনে দিলো। সংস্থার ঘোষণা অনুযায়ী যেকোনো নেটওয়ার্কের গ্রাহকরা এখন অনলাইনে আবেদনের মাধ্যমে বাড়িতে বসে MNP করার সুযোগ পাবেন। পাশাপাশি নতুন কানেকশন চাইলেও অনলাইনে আবেদনের ভিত্তিতে বাড়িতে বসেই পেয়ে যাবেন।
বাড়িতে বসে অনলাইনে MNP অথবা নতুন কানেকশন নেওয়ার জন্য গ্রাহকদের Vi এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.myvi.in/ এ যেতে হবে। তারপর নির্দিষ্ট করে দেওয়া বিকল্পগুলিকে বেছে নিতে হবে গ্রাহকদের। চলুন দেখে নেওয়া যাক অনলাইনে MNP অথবা নতুন কানেকশন নেওয়ার আবেদন পদ্ধতি।
পদ্ধতি
১) https://www.myvi.in/ ওয়েব সাইটের হোম পেজে রয়েছে Buy Postpaid, Buy Prepaid, Port to Vi ইত্যাদি অপশন।
২) MNP করার জন্য ওই বিকল্পগুলির মধ্যে থেকে বেছে নিতে হবে Port to Vi অপশনটি।
৩) পরবর্তীতে নির্দিষ্ট জায়গায় দিতে হবে আপনার এলাকার পিনকোড এবং মোবাইল নম্বর।
৪) ঠিক এর পরেই আপনাকে বেছে নিতে হবে প্ল্যান অর্থাৎ কত মূল্যের কানেকশন আপনি নিতে চাইছেন। প্ল্যানগুলি দেওয়াই থাকবে, আপনাকে শুধু বেছে নিতে হবে।
৫) পরবর্তী পর্যায়ে Complete your order অপশনে ক্লিক করতে হবে।
৬) দিতে হবে সিম কার্ড ডেলিভারি এড্রেস অর্থাৎ আপনার ঠিকানা।
৭) Get OTP অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। যে ওটিপি নির্দিষ্ট জায়গায় যেতে হবে।
৮) এরপর Complete My Order অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে দেখিয়ে দেওয়া হবে কখন আপনার কাছে নতুন সিম কার্ড ডেলিভারি দেওয়া হবে।
পরবর্তী পর্যায়
১) পরবর্তী পর্যায়ে Vi একজন প্রতিনিধি আপনার দেওয়া ঠিকানায় আসবে। তাকে আপনার নথি দেখাতে হবে।
২) নথি দেখানোর পর ওই প্রতিনিধি আপনার মোবাইল থেকে পোর্ট মেসেজ করে কোড বের করে নেবেন।
৩) পরবর্তীতে আপনার সামনেই ওই প্রতিনিধি সমস্ত MNP প্রক্রিয়া সম্পন্ন করবে এবং আপনার পছন্দ করা প্ল্যানের টাকা আপনার থেকে সংগ্রহ করবে।
৪) সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আপনাকে একটি নতুন Vi সিম কার্ড দেওয়া হবে। যেটি তিন থেকে চার দিনের মধ্যে সক্রিয় হয়ে যাবে।