নিজস্ব প্রতিবেদন : দেশের ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে প্রতারণার মতো ঘটনা বা চক্র দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে সাইবার সেল এই সকল বিভিন্ন ক্ষেত্রে চক্রীদের থেকে টাকা উদ্ধার এবং বাঁচার উপায় জানাচ্ছেন প্রতিনিয়ত। এসবের মধ্যে এবার নতুন একটি চক্র সামনে এলো।
নতুন যে চক্রটি সামনে এসেছে সেটি হল চেক মারফত টাকা হাতিয়ে নেওয়ার চক্র। সম্প্রতি একটি ব্যাংকের তরফ থেকে এক ব্যক্তিকে ফোন করে জানানো হয় তার নামে ৮০ হাজার টাকার চেয়ে ইস্যু করা হয়েছে। ওই ব্যক্তি ব্যাংকের তরফ থেকে এমন ফোন পেয়ে রীতিমতো হতচকিত হয়ে যান। কারণ তিনি জানান কোনরকম চেক তিনি ইস্যু করেননি। এরপর এই প্রশ্ন উঠছে তাহলে কি ডুপ্লিকেট চেক দিয়ে এই টাকা ইস্যু করা হয়েছিল!
ব্যাংকের তরফ থেকে ওই ব্যক্তিকে ফোন করার পরিপ্রেক্ষিতে ৮০ হাজার টাকা চোট হওয়া থেকে ওই ব্যক্তি রক্ষা পান। এই ধরনের ঘটনা অন্য কোন গ্রাহকদের ক্ষেত্রেও হতে পারে। তবে এই ধরনের ঘটনা থেকে গ্রাহকদের রক্ষা করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নিয়ম জারি করা হয়েছে। সেই নিয়মটি হলো পজেটিভ পে সিস্টেম।
ইতিমধ্যেই বহু ব্যাংক এই সিস্টেম চালু করে দিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে চেক মারফত আর্থিক লেনদেনের সময় গ্রাহকদের ফোন করে ভেরিফাই করা হয়। ভেরিফাই করার সময় গ্রাহকদের ব্যাংক কর্তৃপক্ষকে বেশ কিছু তথ্য প্রদান করতে হয়। এখন যদি কোনরকম বাধা না থাকে তাহলে চেক মারফত টাকা লেনদেনের ক্ষেত্রেও কোন বাধা থাকে না।
পজিটিভ পে সিস্টেম চালু থাকলে বহু ক্ষেত্রেই এই ধরনের প্রতারণা থেকে গ্রাহকরা রক্ষা পেতে পারেন। কারণ এই নিয়ম অনুযায়ী চেকে, দেওয়া তারিখ টাকার অংক ইত্যাদি গ্রাহকের থেকে ভেরিফাই করে তারপরই লেনদেনের অনুমতি দেওয়া হয়ে থাকে।