নিজস্ব প্রতিবেদন : চলতি বর্ষার মরশুমে বৃষ্টির প্রভাব সেইভাবে চোখে না পড়লেও বিদায় বেলা দফায় দফায় বৃষ্টি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই বৃষ্টির প্রভাব দেখা গিয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের দিনক্ষণ প্রায় ঠিক হয়ে গিয়েছে।
IMD-এর জানানো হয়েছে আগামী দিন কয়েক দক্ষিণবঙ্গের আংশিক আকাশ মেঘলা থাকলেও দিন তিনেকের মধ্যে রাজ্য থেকে পাকাপাকি ভাবে বিদায় নেবে বর্ষা। এর পাশাপাশি পুজোর সময় থেকে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টির দাপট দেখা গিয়েছে সেই বৃষ্টির দাপট কমবে বলেও জানানো হয়েছে।
এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাহলেও উত্তরবঙ্গ থেকে আগামী ১৬ অক্টোবর এবং দক্ষিণবঙ্গ থেকে ১৮ অক্টোবরের মধ্যেই বর্ষা বিদায় নিয়ে নেবে। বর্ষা বিদায়ের দিনক্ষণ নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে নির্দিষ্ট তারিখ জানানোর পাশাপাশি ঘূর্ণাবর্তের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
একটি দুটি নয় তিন তিনটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে। ১৪ অক্টোবর IMD-র তরফ থেকে যে আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। অন্য একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে কর্ণাটক উপকূলে পূর্ব মধ্য আরব সাগরে। তবে এই সকল ঘূর্ণাবর্ত কবে তৈরি হতে পারে, তার দিনক্ষণ জানানো হয়নি।
Conditions are very likely to become favourable for further withdrawal of Southwest Monsoon from remaining parts of Central India; some more parts of Maharashtra & East India and some parts of Northeast India during next 3 days. pic.twitter.com/t45K4H4sed
— India Meteorological Department (@Indiametdept) October 14, 2022
অন্যদিকে আগামী ১৮ অক্টোবর আর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর আন্দামান সাগর এবং নিকটবর্তী এলাকায়। দিন কয়েক ধরেই এই আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিয়ে সুপার সাইক্লোনের বার্তা দেওয়া হয়েছিল বিদেশী এক আবহাওয়াবিদের তরফ থেকে। যদিও সেই সুপার সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হয়েছে। তবে ১৮ তারিখেই যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে তা জানাচ্ছে মৌসম ভবন। তবে এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হবে তা নির্ভর করছে আগামী দিন কয়েক আন্দামান সাগরে আবহাওয়া কেমন থাকে তার উপর। এই ঘূর্ণাবর্তের উপর নজর রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে। এর ফলে ১৯ অক্টোবরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।