Post Office-এ অ্যাকাউন্ট রয়েছে, এই ৮টি কাজ করালেই লাগবে বাড়তি চার্জ

নিজস্ব প্রতিবেদন : আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে দেশে থাকা ব্যাংকগুলির চাহিদা দিন দিন বাড়লেও পোস্ট অফিসের চাহিদা কখনো কমেনি। প্রতিদিন এই সরকারি আর্থিক প্রতিষ্ঠানের উপর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বহু মানুষের বিনিয়োগ বাড়ছে এবং নির্ভরতাও বাড়ছে।

মূলত অন্যান্য ব্যাংক অথবা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় পোস্ট অফিসের গ্রাহকদের বেশ কিছু বাড়তি সুবিধা দেওয়া হয়ে থাকে। বাড়তি সুবিধা পাওয়া যায় মূলত সুদের ক্ষেত্রে। যে কারণে বহু মানুষ এখানে বিনিয়োগ করে থাকেন, বিশেষ করে প্রবীণ নাগরিকরা সবচেয়ে বেশি বিনিয়োগ করেন। তবে পোস্ট অফিসে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা যদি এই ৮টি কাজ করাতে চান তাহলে তাদের বাড়তি টাকা দিতে হবে চার্জ হিসাবে।

১) ডুপ্লিকেট পাসবুক ইস্যু করার জন্য ৫০ টাকা দিতে হয় গ্রাহককে।

২) জমার রসিদ বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইস্যু করতে ২০ টাকা করে লাগে। তবে একসঙ্গে দুটি জিনিস করানো হলে পোস্ট অফিসের তরফ থেকে ৪০ টাকা নেওয়া হয়।

৩) বিকৃত শংসাপত্রের বদলে পাস বই ইস্যু করতে রেজিস্ট্রেশন প্রতি ১০ টাকা খরচ হবে। শংসাপত্র না থাকলে পাস বই ইস্যু করতে একই খরচ হয়ে থাকে।

৪) নমিনেশন বাতিল করার ক্ষেত্রে অথবা পরিবর্তন করার ক্ষেত্রে চার্জ হিসাবে ৫০ টাকা নেওয়া হয়।

৫) অ্যাকাউন্ট ট্রান্সফার করার ক্ষেত্রে খরচ হয়ে থাকে ১০০ টাকা।

৬) অ্যাকাউন্ট বন্ধক রাখার ক্ষেত্রে গ্রাহকদের ফি হিসেবে দিতে হয় ১০০ টাকা।

৭) সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এক বছরের জন্য ১০ পৃষ্ঠার চেকবই বিনামূল্যে দেওয়া হয় এবং এরপর চেকবই নিতে হলে ২ টাকা করে চার্জ দিতে হবে।

৮) কোন গ্রাহকের চেক বাউন্স করলে সেক্ষেত্রে জরিমানা ধার্য করা হয় ১০০ টাকা।