The Post Office has introduced a mega Savings Scheme for senior citizens: কর্ম জীবন থেকে অবসর নেবার পর জমানো টাকার উপরেই ভরসা করতে হয় প্রবীণদের। তাই কোন ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করার বদলে বিশ্বস্ত জায়গাই খোঁজেন প্রবীণরা। যার মাধ্যমে টাকা চোট যাওয়ার ভয় কম এবং নিশ্চিতভাবে ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। এদিক থেকে ব্যাংকের ফিক্স ডিপোজিট এবং পোস্ট অফিসের টার্ম ডিপোজিট প্রবীনদের (Senior Citizen Savings Scheme) পছন্দের তালিকার শির্ষে অবস্থান করছে।
সম্প্রতি পোস্ট অফিসের আমানত সম্পর্কিত একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। তারা জানিয়েছে, পোস্ট অফিসে বিনিয়োগ করার প্রবণতা দিন দিন বাড়ছে। আর এই আবহে পোস্ট অফিস নিয়ে এসেছে প্রবীনদের জন্য একটি নতুন স্কিম “সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম” (Senior Citizen Savings Scheme)। এই স্কিমে টাকা রাখলে তা একেবারেই সুরক্ষিত থাকবে এবং সুদের হারও ব্যাংকের ফিক্স ডিপোজিটর থেকে অনেকটাই বেশি। তাই এই স্কিমে আর্থিক বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরাও।
পোস্ট অফিসের এই নতুন এসসিএসএস (Senior Citizen Savings Scheme) স্কিমে লগ্নি করতে পারেন ষাটোর্দ্ধ গ্রাহকরাই। তবে প্রতিরক্ষা দপ্তর বা অন্য কোন সরকারি দপ্তর থেকে স্বেচ্ছা অবসর নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের দিকে কিছু ছাড় দেওয়া হয়। এই স্কীমে মাসে মাত্র ১০০০ টাকা করে বিনিয়োগ করতে হয়। তিন মাস পরপর এই স্কীমের সাহায্যে আপনি সুদ তুলে নিতে পারবেন। স্কিমটির সময়সীমা মাত্র পাঁচ বছর।
আরও পড়ুন ? Post Office FD and RD: FD না RD, পোস্ট অফিসে কোন অ্যাকাউন্টে টাকা রাখলে বেশি প্রফিট
এসসিএসএস (Senior Citizen Savings Scheme) স্কিমে মাসে হাজার টাকা করে বিনিয়োগ করলে পাঁচ বছর পরে ১২.৩০ লাখ টাকা অব্দি পেতে পারেন একজন আমানতকারী। এই স্কিমে আপনি সর্বোচ্চ ৩০ লাখ টাকা অব্দি বিনিয়োগ করতে পারবেন। আপনি যদি ৩০ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছর পর আপনি উপার্জন করতে পারবেন ৪২.৩০ লাখ টাকা। অর্থাৎ, প্রতি তিন মাস অন্তর সুদ হিসেবে ৬১,৫০০ টাকা হাতে পাবেন আমানতকারী।
তবে এই স্কিমের (Senior Citizen Savings Scheme) সম্পূর্ণ সুবিধা পেতে গেলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সম্পূর্ণ টাকাটি তিন বছরের জন্য পোস্ট অফিসের সেভিংস একাউন্টে রেখে দিতে হবে। স্কিমটির মেয়াদ এক বছর পর্যন্ত বাড়ানোও যেতে পারে। এছাড়াও এই স্কিমে ৮০ সি ধারায় আয় কড়ের উপর কিছু ছাড় পাওয়া যাবে। পোস্ট অফিসের অন্যান্য টার্ম ডিপোজিট গুলিতে 7 শতাংশ সুদ পাওয়া যায়। পোস্ট অফিসের এই মেয়াদী স্কিম গুলিতে বিনিয়োগের পরিমাণ বাড়ছে বলে দাবি করেছে আরবিআই। তাদের মতে ডিসেম্বর থেকে এখনো অব্দি পোস্ট অফিসের মেয়াদী স্কিমে বিনিয়োগের পরিমাণ ৫৭.২ থেকে বেড়ে ৬০.২ হয়েছে।