Post office KVP scheme doubles money in 113 months: অর্থ বিনিয়োগ করে সেই অর্থ ডবল করার ইচ্ছা? কোথায় বিনিয়োগ করবেন বুঝে উঠতে পারছেন না? আরে চিন্তা কি বিনিয়োগ করা অর্থ দ্বিগুণ করার জন্য এখনই বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই স্কিমে (KVP Scheme)। যত দেবেন মেয়াদ শেষে রিটার্ন পাবেন তার ডবল টাকা। কি সেই স্কিমের নাম? বিনিয়োগ করারই বা কি নিয়মকানুন রয়েছে? চলুন এখনই জেনে নেওয়া যাক।
কম-বেশি সকল বিনিয়োগকারীরা চায় যে অর্থ এমন জায়গায় বিনিয়োগ করবে তা যেন নিরাপদ এবং ভালো পরিমাণ সুদ দেয়। তেমনি নিরাপদ অর্থ বিনিয়োগ করার অন্যতম দুই জায়গা হলো পোস্ট অফিস এবং ফিক্সড ডিপোজিট। তবে তার মধ্যে পোস্ট অফিসে রয়েছে দারুন একটি প্রকল্প (KVP Scheme)। যে প্রকল্পে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে পাওয়া যায় তার দ্বিগুন টাকা। চলুন সময় নষ্ট না করে সেই স্কিম সম্পর্কেই বিস্তারিত জেনে নিন।
পোস্ট অফিসে অর্থ ডবল করার এই দুর্দান্ত স্কিমের নাম হল কিষান বিকাশপত্র। যে স্কিমে বর্তমানে সুদের পরিমাণ ৭.৫%। যেখানে বিনিয়োগ করার নির্দিষ্ট কোনো সীমা নেই। সর্বনিম্ন ১০০ টাকার গুণে ১০০০ টাকা বিনিয়োগ করা যায়। সর্বোচ্চ নির্দিষ্ট কোনো সীমা নেই। ত্রৈমাসিক ভিত্তিতে অর্থাৎ তিন মাস ছাড়া বিনিয়োগ করা অর্থের উপর সুদ প্রদান করে এই স্কিম। যা ম্যাচুরিটির পর ডবল হয়ে বিনিয়োগকারীর কাছে ফিরে আসে। অ্যাকাউন্ট ওপেন করার কি নিয়ম রয়েছে?
পোস্ট অফিসের কিষাণ বিকাশপত্র স্কিমে ১০ বছর বয়সের ঊর্ধ্ব থেকেই যে কোনো ব্যক্তিরা অ্যাকাউন্ট ওপেন করতে পারে। যৌথ বা এককভাবে
অ্যাকাউন্ট ওপেন করা যায়। এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করারও কোনো নির্দিষ্ট সীমা নেই। যে যত ইচ্ছা অ্যাকাউন্ট খুলে অর্থ বিনিয়োগ করতে পারেন। যা কয়েক মাসের মধ্যেই দ্বিগুণ করে হাতে পাবেন বিনিয়োগকারীরা।
উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি যদি এই স্কিমে (KVP Schene) ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন মেয়াদপূর্তির পর তিনি সুদ সমেত ফেরত পাবেন ১০ লক্ষ টাকা। অর্থাৎ ১১৩ মাসের মেয়াদে ৫ লক্ষ টাকার সুদ হবে সেই টাকার ডবল অর্থাৎ ৫ লাখ টাকা। ফলে সুদ সমেত ১০ লাখ টাকা হাতে পাবেন বিনিয়োগকারী।