Logistic Postal Service: পণ্য পরিবহন নিয়ে আর দুশ্চিন্তা নয়। এবার থেকে নিরাপদ ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নানান পণ্য পৌঁছে যাবে খুব সহজে। এমনই এক পরিষেবা চালু করল পোস্ট অফিস। যা পশ্চিমবঙ্গে এই প্রথমবার। কি এই পরিষেবার নাম (Logistic Postal Service)? কিভাবেই বা কার্যকরী হবে? কি কি সুবিধা পাওয়া যাবে এই নয়া পরিষেবায়?
পোস্ট অফিস মাধ্যমে চালু হওয়া এই পরিষেবার নাম লজিস্টিক পোস্টাল সার্ভিস (Logistic Postal Service)। যা এই প্রথম পশ্চিমবঙ্গে চালু হলো। মূলত ব্যবসায়িক উদ্দেশ্যেই বীরভূম ডিভিশনের ডিপার্টমেন্ট অফ পোস্ট এই পরিষেবা চালু করেছে। এই পরিষেবা মাধ্যমে একটি সরকারি গাড়ি প্রদান করা হবে। যার মাধ্যমে ইন্সুরেন্স সহ নিরাপদ ভাবে কাস্টমাররা তাদের পণ্য সঠিক জায়গায় পেয়ে যাবেন। সাধারণত সাধারণ মানুষের সুবিধার্থেই সরকার দ্বারা এই নয়া ট্রান্সপোর্ট পরিষেবা চালু করা হয়েছে। বেসরকারি ট্রান্সপোর্টের তুলনায় পণ্য পরিবহনে এই ট্রান্সপোর্টে অনেক সুবিধা পাওয়া যাবে। কি কি সুবিধা?
আরো পড়ুন: বিশেষ শর্তের আওতায় ছোট গাড়ির লাইসেন্সেও চলবে পণ্যবাহী গাড়ি
সূত্র মারফতে জানা গিয়েছে বীরভূম ডিভিশনের ডিপার্টমেন্ট অফ পোস্ট তরফে পণ্য পরিবহনের যে ট্রান্সপোর্ট পরিষেবা (Logistic Postal Service) চালু করা হয়েছে তাতে বহুবিধ সুবিধা পাওয়া যাবে। যেমন ঢাকা সিস্টেম যানবাহন হওয়ায় ঝড়-বৃষ্টিতে পণ্য পরিবহনে কোনো সমস্যা হবে না। ডোর টু ডোর সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ নির্দিষ্ট জায়গা থেকে পিক আপ করে আবার নির্দিষ্ট ঠিকানাতেই এই ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য পৌঁছে যাবে। এছাড়াও ১০০ কিলোমিটারের ওপর দূরত্বেও এই ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য পরিবহন হবে। কত টন পণ্য পরিবহন করা যাবে এই ট্রান্সপোর্টে?
আরো পড়ুন: বন্দে ভারত ট্রেনের পরিচর্যায় দায়িত্বে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স শুরু হচ্ছে মেশিন লার্নিং
সরকারি ভাবে চালু হওয়া এই ট্রান্সপোর্টে প্রায় ৩ টন পণ্য পরিবহন করা যাবে। এছাড়াও এই ট্রান্সপোর্টের আরো এক বিশেষ সুবিধা হল সিকিউরিটি। অর্থাৎ ইন্সুরেন্স থাকায় নিরাপদ ভাবেই গ্রাহকের ঠিকানায় পৌঁছে যাবে পণ্য। যা বেসরকারি বা সাধারণ যানবাহনের ক্ষেত্রে পাওয়া যায় না। শুধু তাই না, সাধারণ যানবাহনের তুলনায় সরকারের এই পরিষেবায় পণ্য পরিবহনে ভাড়া অনেকটাই কম হবে বলে আশা করা যাচ্ছে।
বীরভূম ডিভিশনের সুপারিনটেনডেন্টদের দ্বারা উদ্বোধন হয়েছে এই পরিষেবা। কিভাবে পাওয়া যাবে পরিষেবা (Logistic Postal Service)? ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের দ্বারা জানা গিয়েছে গ্রাহকরা বীরভূম ডিভিশনের সুপারিনটেনডেন্ট অফিসের সাথে যোগাযোগ করে এই পরিষেবা নিতে পারেন। এছাড়াও হেল্পলাইন নম্বর ৯৪৩৩১৬৫০৫০ এই নম্বরে যোগাযোগ করেও পরিষেবা নিতে পারেন গ্রাহকরা। ডিপার্টমেন্ট অফ পোস্টের এই নতুন পরিষেবায় উদ্বোধনের দিন যানবাহনটিকে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে সাথে গাড়ির সামনে লাগানো হয়েছে পরিষেবার নামসহ একটি ব্যানার। ডিপার্টমেন্ট অফ পোস্টের এই নয়া পরিষেবা প্রথম দিন প্রায় ৩ টন মাল নিয়ে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রথম দিনে এই পরিষেবা কতটা সফল হয় সেটাই দেখার। চলছে এই নয়া পরিষেবার প্রচার।