Post Office-এর এই ৫টি স্কিমে তাড়াতাড়ি টাকা দ্বিগুণ হওয়ার সুযোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নিজেদের দৈনন্দিন জীবন অতিবাহিত করার জন্য সাধারণ মানুষদের যেমন রোজগারের দিকে ঝুঁকতে দেখা যায়, ঠিক তেমনই আবার তাদের সঞ্চয়ের জন্যও ঝুঁকতে দেখা যায়। অধিকাংশ মানুষের তাদের সঞ্চয়ের জন্য ব্যাংক সহ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার পাশাপাশি পোস্ট অফিসের চাহিদা আলাদা রয়েছে। কারণ এই পোস্ট অফিসের এমন কয়েকটি স্কিম রয়েছে যেগুলি খুব তাড়াতাড়ি টাকা দ্বিগুণ হওয়ার সুযোগ করে দেয়।

Advertisements

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম : পোস্ট অফিসের এই স্কিমে ১ থেকে ৩ বছরের জন্য ৫.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ৫ বছরের জন্য এই স্কিমে ৬.৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই স্কিমে বিনিয়োগকারীর টাকা ১০.৭৫ বছরে দ্বিগুণ হবে।

Advertisements

পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি যোজনা : এই স্কিম কন্যা সন্তানদের জন্য। এই স্কিমে সুদের হার রয়েছে ৭.৬ শতাংশ। এই স্কিমে বিনিয়োগকারীর টাকা প্রায় সাড়ে ৯ বছরে টাকা দ্বিগুণ হয়ে যাবে।

Advertisements

পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট : এই স্কিমে সুদের হার রয়েছে ৬.৮ শতাংশ। এই স্কিমে ৫ বছরের সঞ্চয়ের সঙ্গে সঙ্গে আয়করও বাঁচানো যায়। এই স্কিমে সাড়ে ১০ বছরের কিছু বেশি সময়ে টাকা দ্বিগুণ হয়ে যায়।

পোস্ট অফিস পিপিএফ : সব থেকে লাভজনক বিনিয়োগ বলা হয়ে থাকে এই স্কিমকে। বর্তমানে এই স্কিমে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সাড়ে ১০ বছরের আগেই এই স্কিমে টাকা দ্বিগুণ হয়ে যায়।

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম : প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিমে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এতে ১০ বছরের আগেই বিনিয়োগ করা টাকা দ্বিগুণ হয়ে যায়।

Advertisements