পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা জমা করলেই মাসে মাসে মোটা আয়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রায় প্রতিটি মানুষ প্রতিদিন নিজেদের জীবনযাপন করার জন্য রোজগারের পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে তাদের অধিকাংশ মানুষকে দেখা যায় ফিক্সড ডিপোজিট বা অন্য কোন স্কিমের দিকে ঝুঁকতে। তবে এরই মধ্যে পোস্ট অফিসের বেশ কিছু স্কিম রয়েছে যেগুলি অনেক বেশি আয় দিয়ে থাকে।

Advertisements

পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মধ্যে একটি স্কিম রয়েছে যাতে এককালীন টাকা বিনিয়োগ করলে মাসে মাসে মোটা অংকের টাকা রোজগার করা যেতে পারে। এতে এককালীন সাড়ে চার লক্ষ টাকা জমা করলে পাঁচ বছর পর প্রতি বছরে ২৯,৭০০ টাকা পাওয়া যায়। এই স্কিমের ম্যাচুরিটির মেয়াদ পাঁচ বছর। অর্থাৎ পাঁচ বছর পর থেকেই মাসে মাসে টাকা পাওয়ার সুযোগ রয়েছে।

Advertisements

পোস্ট অফিসের এই স্কিমে যৌথভাবেও বিনিয়োগ করা যেতে পারে। সেক্ষেত্রে বিনিয়োগ করার সুযোগ থাকে ৯ লক্ষ টাকা। আবার এই স্কিম এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এখানে মাত্র ১০০০ টাকা দিয়েও বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমের আওতায় গ্রাহকদের বছরে ৬.৬% হারে সুদ দেওয়া হয়ে থাকে।

Advertisements

তবে এই প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রেখেছে পোস্ট অফিস। যেমন বিনিয়োগ করার এক বছরের মধ্যে টাকা তোলা যাবে না। আবার যদি কেউ তিন থেকে পাঁচ বছরের মেয়াদ পূরণ হওয়ার আগেই টাকা তুলে নেন তাহলে তার মূল অংকের পরিমাণ থেকে ১ থেকে ২ শতাংশ কেটে নেওয়া হয়। পোস্ট অফিসের এই স্কিমের নাম হল মান্থলি ইনকাম স্কিম বা MIS।

এই প্রকল্পের আওতায় বিনিয়োগকারীরা পূর্ণ মেয়াদ পর্যন্ত টাকা জমা রাখলেই এই সকল সুবিধাগুলি পান। এক্ষেত্রে সাড়ে চার লক্ষ টাকা রাখা হলে প্রতি মাসে পাওয়া যাবে ২৪৭৫ টাকা এবং যৌথভাবে অ্যাকাউন্ট করে ৯ লক্ষ টাকা রাখলে প্রতি মাসে পাওয়া যাবে ৪৯৫০ টাকা।

Advertisements