ফোন থেকেই করা যাবে শিক্ষকদের পোস্টিংয়ের আবেদন, রইলো পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের নিজের জেলায় পোস্টিং দেওয়া এবং এই পোস্টিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী নতুন একটি প্রকল্পের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নতুন এই প্রকল্পটি হলো ‘উৎসশ্রী’। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা নিজেদের ফোন থেকেই অনলাইনে নিজের জেলায় অথবা নিজের পছন্দমত পোস্টিংয়ের জন্য আবেদন করতে পারবেন।

Advertisements

Advertisements

তবে সেই পোস্টিংয়ের আবেদন করার আগে শিক্ষক-শিক্ষিকাদের বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া ওয়েবসাইটে গিয়েই এই আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আবেদন পাওয়ার পর শিক্ষা দপ্তর সেই আবেদন খতিয়ে দেখে শিক্ষক-শিক্ষিকাদের বদলির আবেদন মঞ্জুর করবে।

Advertisements

শর্ত

১) একই বিদ্যালয়ে একটানা ৫ বছর কাজ করার পরই আবেদন করা যাবে।

২) একবার বদলি হয়ে যাওয়ার পর আগামী পাঁচ বছর আর বদলির জন্য কোনরকম আবেদন করা যাবে না।

৩) কোন শিক্ষক শিক্ষিকার এর আগে যদি বদলির আবেদন মঞ্জুর হয়ে থাকে, অথচ তিনি তা ফিরিয়ে দিয়েছেন তাহলে তিনি আগামী ৭ বছর বদলির জন্য আবেদন করতে পারবেন না।

৪) সাসপেন্ড হয়ে থাকা শিক্ষক-শিক্ষিকারা বদলির জন্য কোনরকম আবেদন করতে পারবেন না।

৫) যে সকল শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে তারাও আবেদন করতে পারবেন না।

আবেদন করার পদ্ধতি

নিজের জেলায় অথবা নিজের পছন্দমত স্কুলে পোস্টিং চাইছেন এমন শিক্ষক-শিক্ষিকারা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইট https://banglarshiksha.gov.in/utsashree/ এ গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও যেকোনো ধরনের সাহায্যের জন্য রয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর। নম্বরটি হলো ৬২৯২২৬৩৩০০। রয়েছে টোল ফ্রি যোগাযোগ নম্বর, নম্বরটি হলো ১৮০০১০২৩১৫৪। রয়েছে ইমেল আইডি onlineteachertransfer@gmail.com । শিক্ষক শিক্ষিকারা ২ আগস্ট থেকে পোস্টিংয়ের জন্য আবেদন করতে পারবেন।

Advertisements